প্রিয় বুনু >>
বুনু তুমি ছেড়ে গেলা
রেখে গেলা স্মৃতি,
ভালোবাসা ছিল কত
ছিল কত প্রীতি।
তোমার বিদায়ে সব
স্মৃতির হলো ইতি,
কেমনে ভুলি তোমায়
ছিলে যে খেলার সাথি।
হৃদয়ের মনিকোঠায়
আছো তুমি আজও,
সাদা কাফনে তুমি
চির সাজে সাজো।
তোমার বিদায় মনে
করে হাহাকার,
ছিলে তুমি খুব প্রিয়
বুনু রে আমার।
হুমু বলে ডাকলে আমি
মিষ্টি করে হাসতে,
আদর সোহাগে তুমি
সুখের দরিয়ায় ভাসতে।
কেমনে ভুলিবো তোমায়
জানি না তো আমি,
তোমার বিদায়ে নিজেকে
মনে হয় আসামি।
তোমাকে রাখতে ধরে
পারি নি আমি,
চলে গেলা চির তরে
ছেড়ে গেলা তুমি।
উৎসর্গঃ ❝প্রিয় বোন হুমায়েরা আফরিন তোহফা কে❞
শত অভিমান >>
শত অভিমান জমে আছে
আজও হৃদয়ের গহীনে,
শত কথা আজও লুকায়িত
আছে ছোট্ট মনের কোণে।
শত অভিযোগ লেখা আছে ঐ
উড়ো চিঠির খামে,
শত অশ্রু লুকিয়েছি আমি
ঘাম মোছার নামে।
অভিমান গুলো পাহাড় হয়ে
অটল হৃদয়ে আজও,
অভিমান আমি করেছি কিনা
রাখোনি তার খোঁজও।
ভুলিনি >>
কে বলে ভুলেগেছি
ভুলিনি গো সখী,
রোজ রাতে স্বপ্নে আমি
তোমাকেই দেখি।
ভুলেগেছি এ কথাটি
শুধু সান্ত্বনা,
ভুলিনি তোমাকে আমি
কখনো ভুলবো না।
সখী >>
সখী তোরা কই হারালি
আছিস খুব যে দূরে,
ছোট বেলার রঙিন স্মৃতি
খুব যে মনে পড়ে।
সকাল বেলা বিদ্যালয়ে
বিকাল বেলা মাঠে,
খুব যতণে হতো দেখা
সখী তোদের সাথে।
কই হারালো রঙিন বেলা
কই হারালো স্মৃতি,
খুব গোপনে যত্নে তোলা
তোদের জন্য প্রীতি।
সিরিয়ার বিজয় >>
জয়ের আনন্দে সিরিয়া
মাতলো আজ,
স্বৈরশাসনের পতন হলো
মুসলিম করবে রাজ।
এমন করে ধরার বুকে
উড়বে বিজয় নিশান,
হবেই হবে ধরার থেকে
জুলুমের অবসান।
কাশ্মীর ফিলিস্তিনে এবার
আসবে বিজয়,
জেগে ওঠো উম্মাহ আর
করো না কো ভয়।
ধর্ষণ >>
ধর্ষণ শুধু নারী হচ্ছে না
হচ্ছে গোটা জাতি,
কেমন করে ভুলছো পুরুষ
নারী ঘরের বাতি।
ধর্ষকদের সাজা হচ্ছে না
আপসোসটা মেকি,
ধর্ষিতাদের সাজা আমরা
দর্শক হয়ে দেখি।
ধর্ষিতা বাঁচে মুখ লুকিয়ে
ধর্ষক আছে বেশ,
আধুনিকতার নোংরামিতে
দেশটা হচ্ছে শেষ।