সাংবাদিক আসিফ সিকদার মানিক এর মৃত্যুতে চিত্রশিল্পী মিলন বিশ্বাস গভীরভাবে শোকাহত।
ঝালকাঠি জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সিকদার এর ছেলে সাংবাদিক আসিফ সিকদার মানিক ঝালকাঠির দৈনিক জনকন্ঠ ঝালকাঠি প্রতিনিধি, ” দৈনিক অজানা বার্তা ” পত্রিকার বার্তা সম্পাদক গতো ২৪শে ফেব্রুয়ারী সকালে নিজ বসত ঘরে শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে বরিশাল নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্থানান্তর করেন। এ্যাম্বুলেন্স যোগে ঢাকার নিউরোসাইন্স হাসপাতালে যাবার পথে যাত্রাবাড়ী এলাকায় পৌছালে তিনি এ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় রাত আনুমানিক সাড়ে এগারোটার সময় আরো বেশি অসুস্থ হলে যাত্রাবাড়ী এলাকার একটি হাসপাতালে নেয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তার মৃত্যুতে চিত্রশিল্পী মিলন বিশ্বাস খুবই ব্যথিত কারণ চিত্রশিল্পী মিলন বিশ্বাসের জন্মস্থানে
এই গুণী সাংবাদিকের বাড়ি। চিত্রশিল্পী মিলন বিশ্বাস আরও জানায় তিনি ছাত্র জীবন থেকেই খুলনাতে বেড়ে ওঠেন ।তাই জন্মস্থানের সকলের সঙ্গে সেভাবে পরিচিতি গড়ে ওঠেনি। চিত্রশিল্পী মিলন বিশ্বাসের ফেসবুকে যুক্ত ছিলেন তিনি। হঠাৎ করে একদিন একটা ফোন আসে পরিচয় দেয় আমি সাংবাদিক মানিক তার পরিচয় দিলে চিত্রশিল্পী মিলন বিশ্বাস তার সঙ্গে দীর্ঘ
৩০ মিনিট কথা বলে এ সময় সাংবাদিক ফোন করে প্রথমে তাকে ধন্যবাদ জানায়। তিনি বলেছিলেন আমি আপনার কার্যক্রম দেখে গর্বিত যে আমার জন্মস্থানে আপনার বাড়ি। চিত্রশিল্পীর শিল্পচর্চা দেখে তার ভালো লাগে। পোস্টে জানতে পারে ঝালকাঠির সন্তান তাই ঝালকাঠিতে গেলে তার বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন এই গুণী সাংবাদিক। কারণ তার পিতা ছিলেন একজন শহীদ বীর মুক্তিযোদ্ধা । মাও শ্রেষ্ট জননী হিসেবে রাস্ট্রীয় সংবর্ধনা পেয়েছিলেন । তারা ২ ভাই বোন ছিলেন ।তার পরিবারের সদস্যরাও সাংস্কৃতিক মনা। তাই তার সঙ্গে পরিচিত হয়ে খুব খুশি হয়েছিলেন। এবং ঝালকাঠিতে গেলে তার বাসায় যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার সঙ্গে আর দেখা হবে না। তার মৃত্যুর খবর ফেসবুকে দেখে মিলন বিশ্বাস ভেঙে পড়েন। এবং বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ঝালকাঠির একজন সাংবাদিক বিমান এর সঙ্গে যোগাযোগ করে তার মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়। তিনি তার পরিবার ও সন্তানদের কাঁদিয়ে চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গেলেন এতে খুলনা আর্ট একাডেমির পরিবার আদর্শ সাংবাদিকের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি যেন জান্নাতবাসী হতে পারেন। এবং তার পরিবার যেন এই শোক কাটিয়ে পুনরায় আবার স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারেন এমন প্রত্যাশায়
চিত্রশিল্পী বিশ্বাস
প্রতিষ্ঠাতা পরিচালক
খুলনা আর্ট একাডেমি
তারিখ:২৫-০২-২০২৫