কলমেঃ স্বর্ণা তালুকদার
==============
বসন্ত তুমি সুন্দর উচ্ছল,
বসন্ত তুমি সরোবরে ফোটা ফুল।
বসন্ত তুমি এলে আবার শহর গ্রাম জুড়ে,
থাকতে চায় না মন শুধু ঘরে।
ফুল প্রেমীরা ব্যস্ত ফুল কুড়িয়ে
কেউ বা সাজে গোলাপ গাঁদায় মন রাঙায়ে।
বসন্ত তুমি স্বচ্ছ তুলির বর্ণচ্ছটা
মুছে যাক যত মলিনতা।
বসন্ত তুমি আসো বারবার
শোভাময় হয় প্রকৃতি ধার।
পাখি কথা কয় গানে গানে,
ভাসে আকাশ বাতাস সুবাসিত ঘ্রাণে।।