কলমেঃ মুবাশ্বেরা করিম অনন্যা।
নীতির ভার্সিটিতে আজকে ক্লাস না থাকায় বেলা করে উঠল। সময় যেন আর যায়না। প্রতিদিনের মতো পরোটা আর ডাল দিয়ে নাস্তা করল।বাহির দেখতে ইচ্ছা হলেও কখনো
বারান্দার দরজা খুলে দেখতে ইচ্ছা হয়না,বরং ছাদে যেয়ে উপভোগ করাটাই ওর জন্য আনন্দদায়ক।বহুদিন সে বারান্দায় যায়না।যেতে একটুও ইচ্ছা হয়না। ছাদ তাকে সবসময় বেশি টানে ছোট্ট বারান্দার চেয়ে। তাই সময় ক্ষেপণ না করে ছাদে গেল।হঠাৎ আকাশে মেঘ করল। কিছুক্ষণ পরেই ঝুম বৃষ্টি। বাড়িতে ফিরে এসে ড্রইং রুমের বড় জানালায় চোখ রাখল। তার প্রিয় কাজ বৃষ্টির সময় হাতে ঠান্ডা লেমনেড নিয়ে এই জানালার কাছে বসা কিন্তু নীতি আজকে কিছুতেই বাড়িতে নিজেকে বাঁধতে পারলনা। ছাতা নিয়ে আবার ছাদে গেল বৃষ্টি উপভোগ করতে। বেড়ে ওঠা লতানো অপরাজিতার পাতার উপর বৃষ্টির ফোটা পড়ার দৃশ্য অবলোকন করতে থাকল। মনে পড়ল উইলিয়াম হেনরি ডেভিস এর কবিতা- I hear leaves drinking rain;
I hear rich leaves on top
Giving the poor beneath
Drop after drop;
’Tis a sweet noise to hear
These green leaves drinking near.
অর্থাৎ উপরের পাতাগুলো বৃষ্টির সিংহভাগ পানি ভক্ষণ করে এবং নিচের অংশের জন্য সামান্যই রাখে।
বহু যত্নে রাখা ছাদ আর অযত্নে পড়ে থাকা ছোট্ট বারান্দা যেন যথাক্রমে গাছের উপরের আর নিচের পাতার প্রতিচ্ছবি।