মো: রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধিঃ
দীর্ঘ দিন অপেক্ষার পর সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি সোমবার সন্ধার পরে অনুমোদন দেয় সুনামগঞ্জ জেলা বিএনপি। সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিমউদ্দিন মিলন এই কমিটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন।ধর্মপাশা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হলিদাকান্দা গ্রামের বাসিন্দা মোঃ লিয়াকত আলীকে আহবায়ক করা হয়েছে। যুগ্ম আহবায়ক করা হয়েছে সদর ইউনিয়নের মধিপুর গ্রামের বাসিন্দা -১. মোঃ আব্দুল হক। সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের বাসিন্দা ২. এস এম রহমত। হলিদাকান্দা গ্রামের বাসিন্দা ৩. নুরুল ইসলাম। সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের বাসিন্দা ৪. জুলফিকার আলী ভুট্টু।জানাযায়, আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী ১ নং যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল হককে সাক্ষর দানের ক্ষমতা প্রদান করা হয়। এবং তাঁরা অন্য সকল যুগ্ম আহবায়ক ও নবগঠিত আহবায়ক কমিটিকে নিয়ে ধর্মপাশা উপজেলার ৬ টি ইউনিয়ন যথাক্রমে – ধর্মপাশা সদর,পাইকুরাটি, সেলবরষ, জয়শ্রী,সুখাইড় রাজাপুর (উত্তর) ও সুখাইড় রাজাপুর ( দক্ষিণ) ইউনিয়নের ৫৪ টি ওয়ার্ডের সম্মেলন শেষ করে এবং উল্লেখকিত ৬ টি ইউনিয়নের সম্মেলন সমাপ্ত করে সংগঠনের বিধিমোতাবেক আহবায়ক কমিটির মেয়াদকাল শেষ হওয়ার পূর্বেই কাউন্সিলার তালিকা তৈরি করে উপজেলা সম্মেলনের ব্যবস্হা গ্রহন করবেন। অন্য একটি সূত্রে জানা যায়, অনতিবিলম্বে জেলা থেকে পূনাঙ্গ আহবায়ক কমিটির অন্য সদস্যদের নামের তালিকা প্রকাশ করা হবে।