মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ (সিলেট) থেকে:
সিলেটের বিশ্বনাথে ‘আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ‘আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ২য় মেধাবৃত্তি’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) উপজেলার খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে ‘ট্যালেন্টপুলে ৫ জন, সাধারণ গ্রেডে ১০ জন ও বিশেষ গ্রেডে ১৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী। প্রধান বক্তার বক্তব্য রাখেন জালালাবাদ ট্রিচার্স ট্রেনিং কলেজ সিলেটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ হাসমত উল্লাহ।
‘আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম বৃত্তি বাস্তবায়ন কমিটি’র সভাপতি সুহেল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সল আহমদ সোবাহদারের পরিচালনায় বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোহাম্মদ আব্দুল হামিদ, আদর্শ শিক্ষক ফেডারেশন বিশ্বনাথের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার সভাপতি গোলাম রব হাসনু, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য আবুল কালাম, আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সভাপতি মোহাম্মদ আব্দুল মতিন।
সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম মেধাবৃত্তির আয়োজক ও এর সাথে সংশ্লিষ্ট সকলের ভুয়সী প্রশংসা করে বলেন, আগামী দিনেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মেধার মানোন্নয়নের জন্য বৃত্তি পরিক্ষা আয়োজনের বিকল্প নেই। আজকের শিক্ষার্থীরা আগামী দিনে নতুন বাংলাদেশ বিনির্মাণে অগ্রনী ভুমিকা রাখবে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন রায়হান আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন খাজাঞ্চী একাডেমী এন্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রেশমা বেগম। সভায় বক্তব্য রাখেন সংগঠক গিয়াস উদ্দিন সাদী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান, সদস্য কামরুল আশিকী, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক মোস্তাক আহমদ মোস্তফা, বৃত্তি বাস্তবায়ন কমিটির সদস্য জিয়াউর রহমান ও শিক্ষার্থী হোসাইন আহমদ রাহী।
এদিকে সফলতার সাথে বৃত্তি পরীক্ষা গ্রহন ও বৃত্তিপ্রাপ্তদের মাঝে বৃত্তি প্রদান করার সংশ্লিস্ট সকল ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন‘আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্ট’র সভাপতি আব্দুস শহীদ ও সাধারণ সম্পাদক আব্দুল বাসিত রফি।
উল্লেখ্য গত বছরের ৩০ নভেম্বর ইউনিয়নের ২০টি প্রাথমিক বিদ্যালয়, ৯টি কিন্ডারগার্টেন ও ৩টি ইবতেদায়ী মাদ্রাসা’সহ মোট ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৬০ জন শিক্ষার্থীদের অংশগ্রহনে ওই বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়।