আঃ রহিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহার উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকাল ৬.৩০ মিনিটে গরু জবাই করে তা ৭.৩০ ঘটিকার দিকে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়। ন্যায্য মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি এ কার্যক্রম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য জেলা প্রশাসক, নওগাঁ মহোদয়ের সার্বিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে উপজেলা প্রশাসন, সাপাহার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। রমজান মাসে মুসল্লীগন যাতে গরুর মাংস ও ডিম ন্যায্য মূল্যে ক্রয় করতে পারে সেই জন্য শুভ উদ্বোধন করেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম আহমেদ, এসময় উপজেলা প্রাণী সম্পদ অফিসার জনাব গোলাম রব্বানী সহ আরো স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিল। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান যে, পবিত্র রমজান মাস উপলক্ষে জনসাধারণ যাতে ন্যায্য মূল্যে গরুর মাংস এবং ডিম পায় সেই জন্য জেলা প্রশাসক, নওগাঁ স্যারের দিক নির্দেশনা এবং তত্ত্বাবধানে এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তিনি আরো জানান যে পুরো রমজান মাস জুড়ে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল ৭ টায় সাপাহার উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে একটি করে ষাড় গরু জবাই করে জনসাধারণের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং একটি পরিবার একদিনে সর্বোচ্চ ১.৫-২ কেজি পর্যন্ত গরু মাংস কিনতে পারবেন। এছাড়াও শুক্রবার থেকে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন মুড়ি,চিড়া,ডাল,তেল,সেমাই, ছোলা,পিয়াজ,রসুন এর ন্যায্য মূল্যের একটি দোকান চালু করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় যে, স্থানীয় জনসাধারণ উপজেলা প্রশাসন এর উদ্যোগ কে স্বাগত জানিয়ে উচ্ছাস প্রকাশ করে জানান যে বাজারে যেখানে ১ কেজি গরুর মাংসের মিনিমাম দাম ৭২০-৭৫০/- টাকা সেখানে ইউএনও মহোদয় এর কারনে আমরা খুব কম মূল্যেই গরুর মাংস কিনতে পারলাম আজকে।