কলমেঃ দেবিকা রানী হালদার।
কষ্ট যেন পাহাড়ের গিরিপথ
পার হতে শ্রম অগাধ,
সেই যে জেকে বসেছে জগদ্দল পাথরের মতো
ভুটি ভুরি মিথ্যার জারি সারি গাইলো কতো!
মৃত্যুর নিশ্চয়তা পায় নাই আজ-ও মানুষ
রহিমা জরিনা দীপা রোজ ধর্ষিত হয়ে রোডে বেহুঁশ!
বিপর্যয় হৃদয়ের সচল বন্দর, মানবতাহীন দেশ
সর্বভুক্ প্রতারক মিথ্যা আশ্বাসে দেশ করছে শেষ!
মায়াদয়াহীন বিবর্ণা ভাষা দিবস গেলো
পতিতালয় থেকে সচিবালয় অসুরের পদচারণা পেলো,
সাঁড়াশি সর্পদংশন মুক্তমনা কবি-সাহিত্যিকের উপর
তাদের নাস্তিক খেতাব দিতে শাসকের নাই ছবর!
দেশের উন্নয়ন নাম ফলক সর্বস্ব
দু’হাতে উড়াচ্ছে দেশের টাকা, দেশের আছে দেহ ভস্ম!
ভেতরটা ধর্ষন, হত্যা, ডাকাতি জনজীবনে নাই নিরাপত্তা
উর্ধগতি বাজারমূল্যের দাপটে মানুষ ঈশ্বরের কাছে হাত তুলছে অগত্যা!