কলমেঃ নূর মোহাম্মদ
রোজা এলো একটি বছর ঘুরে
রমজানের ঐ চাঁদ উঠেছে দূরে
চারিদিকে আনন্দের ফোয়ারা
ঈমানদার গন হলো আত্মহারা।
রমজান মাস পেলো আবার যারা
ভাগ্যবান বলতে হবে তারা
পড়বো নামাজ তারাবি, জামায়াতে এক সাথে
সবাই মিলে সেহরি খাবো রোজ রাতে।
পাপ পঙ্কিলতা ছেড়ে সকল কাজ
শুরু করবো রাতে তারাবি আজ
ত্রিশ রোজা ত্রিশ ফরজ,সাথে ইফতারি
চলবে রোজ সবার বাড়ি বাড়ি।
সহি সালামতে রাখবো সবাই রোজা
এই মাসে কমবে পাপের বোঝা
ত্রিশ রোজা ত্রিশ নিয়তে, করবো সবাই পালন
সওয়াব কামাই এই মাসে করতে হবে লালন।
এসো সবাই রোজা রাখি,নামাজ পড়ি
সুন্দর জীবন এসো সবে গড়ি।