জান্নাতুল ফেরদৌস, ঢাকা,বাংলাদেশ।
পৃথিবী যাচ্ছে যাক ভেসে,
আমি তো দিব্যি আছি বেঁচে!
মাথার উপর ঘুরছে ফ্যান,
পেটে যাচ্ছে দানা।
হালাল হোক কি হারাম!
মাস শেষে পকেটে তো ঢুকছে টাকা!
আমার কিসের দায়?
পরের খবর নেয়া!
স্বার্থের দ্বন্দ এতোই করেছে গ্রাস,
মানুষ যে মানুষ ছিলো,
লোপ পেয়েছে হিতাহিতজ্ঞান!
জ্ঞাণীদের ভীড়ে,
গুণীদের তীরে,
হারিয়ে গেছে নীতি নৈতিকতা!
যে নিতে পারে ক্ষমতা,
সেই হয় সর্বেসর্বা!
বাকীরা মরে মরুক,
ওরা যে সাধারণ,প্রজা!
মুখে মধু অন্তরে বিষ,
চারপাশে ঘুরছে ভয়ংকর কীট!
ধর্মকে পুঁজি করে,
আপন আপনকে দিচ্ছে ধিক!
খোলা বাজারে হরহামেশা বিক্রি হচ্ছে ঈমান,
প্রতিবাদে মরতে হবে,
মিথ্যেরা রুখে দিচ্ছে আজ সত্যের জবান!
যেদিন থেকে মজুদ হয়েছে পারমানবিক বোমা,
নামেমাত্রে চলা শান্তিসংঘরা,
হারিয়েছে তাদের মর্যাদা !
আমার নীতিতে চলতে হবে,
সন্ধি করলে বেশ!
নয়তো যুদ্ধ যুদ্ধ খেলা হবে,
তুমিও শেষ,আমিও শেষ!
পৃথিবীকে ভালো না রাখলে কেউ ভালো থাকবে না,
আল্লাহ ছাড়া ওদের কি কেউ,বোঝাতে পারবে না?
রাজায় রাজায় যুদ্ধ হোক,
প্রজারা কেনো পুড়বে?
বিচারের ভার তুলে দিলাম,প্রভুর দরবারে!
আল্লাহ পাকের কাঠগড়াতে উঠবে বিচার যেদিন,
ফয়সালাটা কড়ায়-গন্ডায় মজলুমরা,বুঝে নিও সেদিন!