কলামেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
আজকে তুমি অন্যের ঘরের বউ
তোমার আমার প্রাক প্রেম জানতো নাতো কেউ!
বিকেল বেলা তোমায় নিয়ে মধুমতীর পাড়ে
ছুটাছুটি করছি কত হাতে-হাত ধরে।
ভালোবাসার সাগরে ছিলো নিত্য পূন্যস্নান
আজ-ও আছে সব স্মৃতি হৃদয়ে অম্লান!
নদীর পাড়ের ধনচে ক্ষেতে হারিয়ে যেতাম রোজ
সন্ধ্যা হলে তখন শুধু মায়ে নিতো খোঁজ,
দেখতো এসে ওড়না পেতে দু’জন চোখাচোখি
সন্ধ্যা গত, তোর বাপে এসে, করবেন বকাবকি!
চলে যেতাম মায়ের সাথে দু’জনার দুই বাড়ী
একদিন তুমি ওড়না ছেড়ে ধরলে পরা শাড়ী।
ততদিনে বিদ্যালয় দিলাম দুজনেই পাশ
পাড়ার লোকের শুরু হলো ফুসুরফাসুর কাশ!
কানাঘুঁষা শুরু হলো তোমায় আমায় নিয়া
তোমার মা চিন্তা করলো দিবেন তোমায় বিয়া।
আমি তখন কলেজ পড়ি কোন এক-শহরে
বইর থেকে তোমার স্মৃতি বুকটা খেতো কুরে!
ফাইল পরীক্ষার সময় বললে, চিঠি একখান দিয়ে
চলো দু’জন বিয়ে করি পালিয়ে দূরে গিয়ে!
পরীক্ষা শেষ, ব্যাগ কাঁধে, ফিরলাম যখন বাড়ী
শুনলাম তুমি মার্কিন মুল্লুক বিমানে দিছো পাড়ি!
কথা ছিলো গাছ তলাতে বাঁধবো দু’জন ঘর
যতই আসুক কালবৈশাখী কেউ হবো না পর।
আজও তুমি আছো আমার হৃদয় খানি জুড়ে
দিনরাত তোমার ছবি দেখি বুকটা চিরে!
আজকে তোমার ছেলেমেয়ে নাতি-নাতনি নিয়ে
চলছে তোমার জীবন যেন জোয়ারের নাও বেয়ে।
তোমার মত জীবন স্রোতে দিলো না কেউ ঢেউ
চলো দু’জন সংসার পাতি বললো না আর কেউ!
ভালবাসার গাছটার শিকড় উপড়ে ফেলা যায় না
আজ-ও, তোমার জন্য রাত বিকেলে মনটা ধরে বায়না।
ক্ষমা করো তোমার আগে আমি যদি মরি
শান্তি দিও স্বর্গের আত্মা কবরে ফুল ছুড়ি!