রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে,জাতীয় ভোটার দিবস উপলক্ষে, কটিয়াদী উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে ২রা মার্চ রবিবার বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাঈদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাচন কমিশনার মোছাম্মৎ আকলিমা খাতুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা যুবদলের আহবায়ক মাহাবুর রহমান মাসুদ, কটিয়াদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ হারানোর রশিদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার মোঃ ইসরাইল সহ অনেকেই। উক্ত অনুষ্ঠানের স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।