বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন

বাংলাদেশ কি যুদ্ধের কাছাকাছি?

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৮ Time View

লেখক: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

আপনি জানেন কি মার্কিন নিরাপত্তা প্রধান “তুলসী গাভার্ড ” আমাদের মহামান্য প্রধান উপদেষ্টা কে ১০ ই মার্চের ভিতর পদত্যাগ করতে বলছেন? কারন হিসাবে বলা হয়েছে, “ডঃ ইউনুস প্রাক্তন প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্র দেখাতে ব্যর্থ হয়েছেন জাতিসংঘে”! মার্কিন প্রশাসন বাংলাদেশে ভারত থেকে শান্তি মিশন পাঠাবেন এবং সে কারনে ভারত বাংলাদেশের চারিদিক সীমান্তে সমরাস্ত্র জমা করছে! খবর টার প্রথম অংশ ভূয়া হলেও ভারত সমরাস্ত্র সেনা মোতায়েন সঠিক!

প্রিয় পাঠক, খবরটা নিয়ে রাজনৈতিক বিশ্লেষণের দাবী রাখে! তার আগে আমাদের সেনাপ্রধান ওয়াকার উজ্জামান যা বলেছেন তা দৃষ্টি দেই! তিনি পরিষ্কার বলেছেন, ” আপনারা কাদা ছোড়াছুড়ি করে নিজেদের ভিতর বিভেদ সৃষ্টি করলে আপনারা স্বাধীনতা সার্বো ভৌমত্ব হারাবেন, আমি ৩০/৪০ হাজার সেনা সদস্য নিয়ে ——
সেনাপ্রধানের সততার সাথে বলা বানী আমরা ভারতের সেনা সমাবেশ ও সমরাস্ত্র মওজুদ দেখলে এক কাতারে মিলাতে পারি! আমাদের তথা ভারতের মাথা ব্যথা আছে কারন পাকিস্তান নিজেরা খেতে পাচ্ছে না অথচ বাংলাদেশে তার দেশের মত সন্ত্রাসী প্রশিক্ষণের শিক্ষক পাঠাচ্ছে বলে খবর পাচ্ছি! ভারতীয় মিডিয়া এমন খবর অনেকদিন ধরে বলে আসছে! বাংলাদেশের আহাম্মক বিশ্ববিদ্যালয় শিক্ষক টকশো তে বলেছেন, “গোটা বিশ পরমাণু ওয়ার হেড পাকিস্তান থেকে লোন এনে ভারত মুখী পেতে রাখলে ভারত ঠান্ডা!” এমন নাবালক শিক্ষক কি পড়ান আর তারা কি ভবিষ্যৎ প্রজন্ম গড়বেন?

বর্তমান সরকার এতদিনে নির্বাচন দিলে আওয়ামীলীগ অনুপস্থিতিতে বিএনপি ক্ষমতায় আসতো যা দেশের একটা স্থিতিশীলতা আসতে পারতো এত ডাকাতি খুন-গুম সংখ্যা লঘূ নির্যাতন অরাজকতা কমে যেতো আমার বিশ্বাস! যদি-ও বর্তমান সরকার ধূর্ততার সাথে বিএনপি চরিত্র দিগম্বর করে দেখিয়েছেন, দেখ তোমার বিএনপি সুযোগ পেলে লুঠ পাট দখল চাঁদাবাজি বিশৃঙ্খলা কত করতে পারে!
প্রশাসন হীন দেশে এমন টা হবেই! আমি বিএনপির দোষ দেই না বরং সরকারের ব্যর্থতা বা ধূর্ততা ভাবি!
উল্লেখ্য, আমার নিজ গ্রামে ভাঙচুর দখল আধিপত্য বিস্তারে মানুষ খুন হয়েছে এবং ১৬/১৭ জন আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে! পুলিশ R A B সেনা সবই আছে কিন্তু সরকার নাই! তো এমনটাই হবে বৈকি —

রাজনৈতিক বিশ্লেষণের ফাঁকফোকর হচ্ছে, যদি দাবী করা হয় ডঃ ইউনূস অবৈধ, হাসিনা বৈধ প্রধানমন্ত্রী আজ-ও বিদ্যমান, তা হলে ডঃ ইউনূসের পদত্যাগ তুলসী গাভার্ড আল্টিমেটাম কি প্রয়োজন? এ কথা তো সত্যি দেশ এখন সন্ত্রাসীদের অভয় অরণ্য! বাংলাদেশে হাসিনা খালেদা আমলে যাদের গ্রেফতার করা হয়েছিলো তারা বেকসুর খালাস পেয়েছে! বিডিআর বিদ্রোহে সাজাপ্রাপ্তদের ছাড়ার পায়তারা চলছে যা সেনাপ্রধানের আপত্তি তে থেমে আছে! রোহিঙ্গাদের প্রবেশে নিষেধাজ্ঞা না দিয়ে এ সরকার আমন্ত্রণ জানিয়েছেন যা বোদ্ধা জনেরা দেখেছেন! রোহিঙ্গা জনগোষ্ঠীর ১৪ লক্ষ সংখ্যা কে কাজে লাগাবার কথা শোনা যাচ্ছে। দেশটা সেই আল-কায়দা আমলের আফগান বা মিয়ানমার হওয়ার লক্ষণ বুঝতে average I Q 140 এর নিচে থাকলে-ও তিনি বুঝবেন!
ভারতের সেনাপ্রধান পশ্চিম বাংলা সফর করে এই সেক্টর ঠিক করে গেছেন, তিনি পাকিস্তান কে বলেছেন ধমকের সুরে, “১৯৭১ সালে ইন্দ্রিা গান্ধী আক্রমণের পর আক্রমণ করেছেন ভারতের আটটা বিমান বন্দর ধ্বংসের পর, She was defensive, তোমরা আক্রমণে ছিলে। এবার ভারত আক্রমণ ভাগে থাকবে তোমরা ঠেকাবে, মনে রেখো, তোমাদের অধঃপতন হয়েছে ভারত উঠে এসেছে বৃহৎ শক্তির কাতারে!

যদি এমন হয়, ভারত বাংলাদেশ দখলে নেয়, ভারত কি সেনা প্রত্যাহার দ্রুত করবে? এখন কি মুজিব আছেন যে বললেই ভারতীয় সেনা চলে যাবে! শুরুতেই বলেছিলাম, এ সরকার ১৯৭১ এর আগে ফিরে যেতে চায়, এটা তিরিশ লাখ লোকের জীবন দিয়ে স্বাধীন করা দেশের স্বাধীনতা হারানোর লক্ষণ!
জানি না কি আছে বাঙালির ভাগ্যে? কি আছে বিধাতার মনে? জাতি হিসাবে আমরা সত্যি ই আহাম্মক!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102