কলমে: বি. পি.শাকিলা জান্নাত
ওহে দূরদর্শী..
শুনিয়া যাহো মোর কিছু আর্জি
যদি খুলিয়া বলি মনের কথা
সারিয়া দিতে পারিবে কি বুকের ব্যাথা?
ওই যে দেখ চাহিয়া দূর আকাশ পানে
উড়িতেছে শঙ্খমালা ডানা মেলে
এখানেই থামিয়া গিয়াছে মোর জীবনের বাধ,
করিয়াছে ডানা মেলিয়া উড়িবার সাধ।
ওহে দূরদর্শী,
সামনে দেখ দুলিতেছে পাখির খাচা,
মুক্ত দুয়ারে থাকিয়াও যেন
পাখির মতোই বাচা।
ওই যে দেখো কাকছানা টা
যাচ্ছে উড়ে উড়ে
তাহার পিছু যাচ্ছে উড়ে
কত কাক আর বক তেড়ে
ইহার পিছু যাচ্ছে আরও অভিক শিশু
হাজার লোকের ভিড়ে।
তাহাদের মাঝে আমি একলা বালক
হাটছি পথে ঘাটে,
হাজার লোকের ভিড়েও মোর একলা
লাগে মাঠে।
ওহে দূরদর্শী….
দূর করিতে পারিবে কি এই ক্রন্দন?
সন্ধান দিতে পারিবে না?
আপন মানুষের বন্ধন।
থাকিতে পারি না কো কভু একা
পাবো না কী প্রিয়জনের দেখা
কত লোকের ভিড়ে,
একাকিত্ব কেড়ে নিয়েছে মোরে।
ফিরে যেতে ভয় লাগে ওই নীড়ে
ওহে দূরদর্শী
কি করিব বলিয়া দাও মোরে।
দূরদর্শী হাসিয়া সুধায়
কোন সে নরপতি তুমি হে?
কত ভূপতি ছিল,ছিল অঢেল
বিত্তের পাহাড়,
পরিশেষে সঙ্গী হলো একাকিত্ব তাহার।
চাহিয়া দেখ দেখি যায় যতদূর দৃষ্টি
করেছে জ্ঞানী, একাকিত্ব সৃষ্টি
শুনিয়া শান্ত হইলো হৃদয় মাত্র
চলিয়া গেল দূরদর্শী নিজ গাত্র।