সংবাদদাতা: ইমদাদুল ইসলাম (ভারত)
মুর্শিদাবাদ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫: সার্থকভাবে সম্পূর্ণ হল ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোমকলের বই ও পৌর মেলা। ডোমকল বিধান সভার বিধায়ক তথা পৌর প্রশাসক মাননীয় জাফিকুল ইসলামের পৃষ্ঠপোষকতায় মেলাটি শুরু হয় গত ২১শে ফেব্রুয়ারি আর চলে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। মেলার উদ্বোধন করেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ মাননীয় আবু তাহের খাঁন ও সাথে উপস্থিত ছিলেন ডোমকলের মহকুমা শাসক মাননীয় শুভঙ্কর বালা, স্থানীয় বিডিও, থানার আই.সি সহ অন্যান্য উচ্চপদস্থ সরকারি কর্মচারীবৃন্দ। প্রকাশিত হয় বই মেলার স্মারক পত্রিকা। এই মেলাটিকে বিভিন্ন ধরনের বই পত্র দিয়ে সাজান স্থানীয় তথা দেশ বিদেশের বিভিন্ন প্রকাশনা। সাথে প্রদর্শিত ও বিক্রয় হয় স্থানীয় হস্ত শিল্পীদের তৈরি বিভিন্ন মনোহর আসবাব পত্র।
পুরো ছয় দিন ধরে এখানে পরিবেশিত হয় সাহিত্যানুষ্ঠান, নৃত্য, সঙ্গীত ও শ্রুতি নাটক। জেলার বাইরে থেকেও আসেন নামী দামি নৃত্যশিল্পী ও সঙ্গীত শিল্পীরা এবং পরিবেশন করেন তাদের আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত। বই মেলা অনুষ্ঠানের শেষ দিনের বিশেষ আকর্ষণ ছিল দুই বঙ্গের যশা বাউল শিল্পী সনজিৎ মন্ডলের বাউল গান। স্থানীয়দের দাবি, এবারের বই ও পৌর মেলা ছিল সব দিক দিয়ে সার্থক একটি মেলা।