বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

বিবেকের তাড়নায় আত্মহত্যা!

Coder Boss
  • Update Time : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৫ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

আপনি কি নিচের ছবিটা আগে কোনদিন দেখেছেন? ভালো করে দেখেন, আফ্রিকার একটা শিশু খাবারের অভাবে মা-বাবা ফেলে গেছেন, শিশুটা ক্ষুধায় মারা যাচ্ছে, শকুনটা অপেক্ষা করছে তার মৃত্যুর!
ফটো সাংবাদিক Kevin এর নাম শুনেছেন, তিনি এই ছবি তুলে আত্মহত্যা করেছিলেন তার বিবেকের তাড়নায়! তিনি ১৯৯৩ সালে ছবিটা তুলে ছিলেন, প্রকাশিত হওয়ার পর তিনি ১৯৯৪ সালে বিশাল আয়োজনে বিশ্বের সেরা ফটো সাংবাদিক হিসাবে পুরস্কার পান এবং অনেক মিলিয়ন অর্থ পান! তিনি মদ মহিলার পিছে এত টাকা পেয়ে ফূর্তি করার কথা, কিন্তু পুরস্কার পাওয়ার পর তার “বিবেক” তাকে তাড়া করে!
তিনি অপ্রকৃতস্থ হয়ে যান! ক্ষুধা, অভাব, মানুষ, বাবা-মা কখন শিশু ফেলে যায়, কখন একটা শকুন মৃত্যুর পর মানব গোশত খাবে বলে অপেক্ষা করে, এসব ভেবে তিনি নিদ্রাহীন হয়ে ডিপ্রেশনে চলে যান, তিনি সহ্য করতে পারেন না এবং আত্মহত্যা করে মৃত্যু বরন করেন!
মরার আগে তিনি সৃষ্টি কর্তা কে চিঠি লিখেন,”কত খাবার কতজনকে অহেতুক দাও, কতজনকে অভুক্ত রেখে কবরে শোয়াও, কতজন কত খাবার অপচয় করে, আমি কভু করবো না অপচয় শোধ নিলাম মরে!”

প্রিয় পাঠক, Kevin ঈশ্বর কে চিঠি লিখেছিলেন মরার আগে, ঠিক এমন, তবে ছন্দে নয়! ছন্দ আমার করা!
আপনি জানেন কি, বিশ্বে প্রতি ৪ সেকেন্ডে একজন না খেয়ে প্রচন্ড ক্ষুধা নিয়ে মারা যায়। বিশ্বে প্রতিদিন প্রায় ৩৫ কোটি লোক ক্ষুধার সাথে লড়ে!
জাতিসংঘের হিসাবে বিশ্বে সবচেয়ে খাদ্য অপচয় করে মুসলমান দেশ “সৌদিআরব!” সৌদি কৃষি মন্ত্রী স্বীকার করেছেন। তথ্য কালবেলা। বিশ্বের মোট খাদ্য অপচয়ের ৩৩% অপচয় করে সৌদি আরব!
প্রতিবছর বিশ্বে প্রায় ১০০ কোটি টন খাবার নষ্ট হয়! ক্ষুধার্ত মানুষের সংখ্যা ৮০ কোটি! বিশ্বের একতৃতীয়াংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় আছে! বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ (সম্ভবত সংখ্যাটা এমন) একবেলা খেতে পায় মাত্র!

প্রিয় পাঠক, আমরা কি মানুষ, আমাদের বিবেক আছে? তাহলে আমরা আত্মহত্যা করি না কেন? খাদ্য দেয় না অস্ত্র কিনতে লোন দেয়! ২০২৩ সালে একা মার্কিন যুক্তরাষ্ট্রে ২৩ হাজার ৮০০ কোটি টাকার অস্ত্র বিক্রি করেছে, অন্য সভ্য উন্নত দেশগুলোর কথা না-ই বা বললাম ! ইউক্রেনে যুদ্ধ লাগায় দিয়ে লক্ষ লোক মারা গেলো, অস্ত্র ব্যবসা জমলো কিন্তু “বিবেক, মানবতা মনুষ্যত্ব জাগ্রত হলো না!” কেউ Kelvin এর মত আত্মহত্যা করলো না বিবেকর তাড়নায়! ট্রাম্প যুদ্ধ মিটাতে চায় বৃটেনের স্টার মার্ক সারা ইউরোপ নিয়ে তার পিছে দাড়ায় আরো একলাখ মৃত্যুর জন্য, এই হলো সভ্যতা!

ভালো থাকেন সুস্থ থাকেন খাদ্য অপচয় রোধ করুন কত অভুক্ত বিশ্বে স্মরন করুন! হাম মুসলিম হায় হাম হিন্দু হ্যায় এসব কাজে প্রমান করুন!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102