কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
অমাবস্যার নিগূঢ় নিঃশব্দ নির্ঝর বৃষ্টি হোক সারা নিশি
যতোই দূরত্বে থাকো আমার বক্ষঃস্থলে তুমি, আমার ভালোবাসা!
সমাজের কুটিল মানব দৃষ্টি এড়িয়ে বালিয়াড়ির কবরে আশ্রয় নিবো তোমায় নিয়ে
প্রিয়তমা, মরুদ্যানের মরিচীকা সম স্বপ্ন হলে-ও তুমি আমার বেঁচে থাকার আ্যাস্টাক্সানথিন আশা!
তোমাকে পাবো অলীক বিলাসী কল্পনা, তবু ও ভালোবাসি
দুর্গম জীবন পথে অশরীরী আত্মার মত ঝুলে থাকি!
থারময় আমি, তোমাকে ছাড়া বাঁচার নাই অবলম্বন
নিজেকে যতই লুকিয়ে রাখো, আছি, থাকবো জীবন যতটা বাকী!
মরু ঝড়ে বালিয়াড়ি তে ঢাকা পড়ে ও তোমায় ভাবি
উর্মিমালার ফেনিল চূড়ায় চেপে, আমি কূলে আছড়ে পড়া ঢেউ!
আমার মত কত প্রণয় পাগল বিস্মৃতির অতলে তলিয়ে গেছে
ঝড়ের জগঝম্প আওয়াজে ঢাকা পড়েছে, সে ইতিহাস লেখে নাই কেউ!
ভালো বাসার পথ অনতিক্রম্য দুর্লঙ্ঘ তবু বাঁচার রসদ
হাজার বছর ধরে তোমার খোঁজে হাঁটতে আমি রাজি!
একটা “সবার চাওয়া প্রতিকৃতি” পাঠাবার অপরাধে অপরাধী
তবু আমার হৃদয় অলিন্দে তুমি ফুল ফোটানোর এক ভ্রমর, পাঁজি!