সুলতানা রাজিয়া, স্টাফ রিপোর্টার:
রাস্ট্র, সমাজ ও মানব কল্যাণ মূলক সংগঠন জাতীয় পর্যবেক্ষণ পরিষদ National observers Council ( NOC) এর আয়োজনে গণবিপ্লবত্তোর জাতীয় প্রতিরক্ষা ব্যব্স্থাপনায় জনগনের অংশগ্রহণ বিষয়ে আমজনতার ভাবনা শীর্ষক জাতীয় সেমিনার আগামী ই ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার সকাল ১০.৩০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায়, আব্দুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
জাতীয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিচারপতি আব্দুর রউফ সাবেক নির্বাচন কমিশনার। সেমিনারে সভাপতিত্ব করবেন মিসেস রেহেনা সালাম আহবায়ক জাতীয় পর্যবেক্ষক পরিষদ,
মূলপ্রবন্ধ পাঠ করবেন কর্ণেল অবঃ কবি আশরাফ আল দীন নিরাপত্তা বিশ্লেষক, বরেণ্য শিক্ষাবিদ ও গবেষক।
সংগঠন এর সাধারণ সম্পাদক মুহাম্মদ আতা উল্লাহ খান এর সঞ্চালনায় অনুষ্ঠিতব্য সেমিনারে
সম্মানিত প্যানেল আলোচক হিসেবে উপস্থিত থাকবেন
বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী বরেণ্য আইনজ্ঞ ও সাবেক বিচারক বাংলাদেশ সুপ্রিম কোর্ট, শওকত মাহমুদ সাবেক সভাপতি, জাতীয় প্রেসক্লাব, কবি হাসান হাফিজ ভারপ্রাপ্ত সভাপতি জাতীয় প্রেসক্লাব ও সম্পাদক দৈনিক কালের কন্ঠ, প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক বরেণ্য লেখক ও উপাচার্য এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ জকরিয়া সাবেক সচিব (ভারপ্রাপ্ত) বাংলাদেশ নির্বাচন কমিশন, ডক্টর আব্দুল হাই সিদ্দিক সাবেক মহাপরিচালক বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট ও সিইও বাংলাভিশন, মোঃ আসাদুজ্জামান সমন্বয়ক কাঙ্ক্ষিত বাংলাদেশ ও আহবায়ক নজরুল উৎসব উদযাপন কমিটি ২০২৪।
মেজর অবঃ মুজিব উল হক
নিরাপত্তা বিশ্লেষক ও রাস্ট্র চিন্তক।, উইং কমান্ডার অবঃ সৈয়দ আহমেদ কবির চৌধুরী, নিরাপত্তা বিশ্লেষক ও রাস্ট্র চিন্তক, সামছুল আলম চৌধুরী সুরমা ভাই
লেখক, গবেষক ও We want change এর প্রবর্তক, মুফতি সৈয়্যদ মাহাদী হাসান বুলবুল চেয়ারম্যান, জাতিয় নাগরিক ফাউন্ডেশন।, প্রফেসর ডক্টর শহীদ মনজু বরেণ্য নজরুল গবেষক ও শিক্ষাবিদ, মুহাম্মদ নাঈম হাসান সম্পাদক জনতার কথা বলে,
এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সোহাগ, কাজী মিজানুর রহমান জুয়েল, মোহাম্মদ পারভেজ হোসেন,জনাব মীর আহমেদ হারেস, জনাব মোহাম্মদ কামরুজ্জামান মোসলেম, কবি ও কথাসাহিত্যিক নাসরিন ইসলাম শেলী, সাধারণ সম্পাদক জাতীয় নারী সাহিত্য পরিষদ প্রমূখ। যুক্তরাষ্ট্র হতে ভার্চুয়্যালী বক্তব্য রাখবেন সংগঠন এর প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক ও বরেণ্য রাস্ট্র চিন্তক এম তাফাজ্জল হোসাইন। ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবোত্তর সময়ে অনুষ্ঠিতব্য জাতীয় সেমিনারে গণমাধ্যম সহ সকলের উপস্থিতি একান্ত কাম্য।