কলমে: এম এ লতিফ
আমি চাইনা হতে ভাসমান পৃথিবীর বুকে
দূর নীলিমায় মেঘে ঢাকা বাঁকা চাঁদ,
আমি চাই সেই মন সেই আকাশ
যেথায় শান্তি সুখে কাটাবো দিন রাত,
পাবো কি সেই মন সেই জন
কে হবে এমন প্রিয় মোর আপন,
বাড়িয়ে দাও তোমার দুটো হাত।
নীলিমার নীল আকাশ
স্পর্শ সুখে তাঁরাদের বসবাস,
সুন্দর পৃথিবীর মিলন মেলায়
তাঁরাদের মিলনে করছে কতো উল্লাস,
তুমি কি হবে প্রিয় মোর মিলন বলয়ে
দূর দিগন্তে নীলিমার আকাশ,
জানি জানি পারবে না হতে এমন
শুধুই দুরাশার স্বপ্ন ভেঙে দেয় মন,
করে আমায় ঘোর আঁধারে ক্ররাল গ্রাস!
আমি চাইনা হতে সমুদ্র বক্ষে উত্তাল তরঙ্গে
ভেসে যাওয়া নিলাদ্রীর সর্বনাশ,
আমি শুধাই তাহারে
ভাবে যেজন মোরে আপন করে,
তারই হৃদয়ে বাসা বেঁধে
গড়তে চাই সোনালী ভোরের
শিশির ভেজা স্পর্শ সুখের
মায়াবী লতার মতো জড়িয়ে থাকা
একটি স্বর্গ সুখের নিবাস!