কলমেঃ সাদিয়া আক্তার দীঘি।
তোমারি আশায় বসেছিনু আমি
এত যুগ এত কাল,
তব প্রণয়, তব গুণের আবেশে
খুঁজি তব, ফিরে ফিরে কত সাল।
কভু নাহি ছাড়ি মনের তিয়াস
ঘুরে ফিরিয়াছি আনমনে,
নগর পাহাড় গ্রাম গ্রামাঞ্চলে
সাগর তটে বনে বনে!
কোন এক কৃষ্ণ চূড়া লাল বসন্তে
কুহু তানে ভরা ভোরে
দমকা দখিনা হাওয়া কোথা হতে যেন
তোমারে সঁপিলো মোরে!
তোমায় পেয়ে নব পত্র পল্লবিত হলো
বসন্তে উদ্বেলিত ঝরাপাতা সম বুক,
এক ঝাপটায় দক্ষিনে সমীরণ
ভিজিয়ে দিলো অগণিত অসীম সুখ!
ছেড়ে যেও না, আমি বার-বার
ঘরপোড়া গরু, ভীত কম্পিতা মন,
সিদূরে মেঘে ভয় পেয়ে যাই
এ-ই বুঝি বুক খালি করে, গেলে তুমি, আমার বাঁচার অবলম্বন!