কলমেঃ ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
একজন বলে আমায় হেসে,
“একদিন সময় পাবো শেষে,
নিভৃত দিনে, নির্ভার হয়ে,
কথা বলবো মনটা খুলে।
সেদিন মুখে থামবে না বায়,
শুনবে তুমি ক্লান্তির দায়,
শব্দে শব্দে ভাসিয়ে দেবো,
মন জমে যা বলতে চেয়ো।”
আমি বলি—”কবে সে দিন?
কবে ফুরোবে ব্যস্তার ঋণ?
অপেক্ষাতে ক্লান্ত এ মন,
শুনবো তোমার অব্যক্ত বল।”
সময় কি আর ধরা দেয় কারো?
সে তো ছুটে যায়ই বাহু ছাড়ো,
তবু আশায় থাকি দিন-রাত,
শুনবো তোমার জমা কথার পাত।
যেদিন আসবে অবসর বেলা,
শব্দ ঝড়ে উঠবে খেলা,
আমি শুনে যাবো অবিরাম,
সময় তখন হবে অবিশ্রাম।