কলমে: মোঃ আব্দুল রহমান
সত্য কভু যায় না চাপা
সে আগুনের ফুলকি,
একদিন তুমি পুড়বেই
যত চালাও ভেলকি।
ধর্মের কল বাতাসে নড়ে
মিথ্যা সদা ক্ষণস্থায়ী,
সততা যেন রবির আলো
যুগে যুগে চিরস্থায়ী।
কর্মের ফল সদা অনিবার্য
হৃদে জাগাও চেতনা,
জীবের তৃষা অনন্ত তবুও
ছাড়ো লালসা-ছলনা।
স্বার্থযুদ্ধে অসুস্থ মানবতা
আর কত প্রাণহানি?
জাগাও মননে নৈতিকতা
বিশ্বে শান্তির বাণী!
জাতি ভেদাভেদ আর নয়
নয় পাশবিক কার্য,
হবেই একদিন সত্য প্রকাশ
হৃদয়ে রাখো ধৈর্য!
তিলে তিলে পোড়া হৃদয়ে
ঘটবে অগ্ন্যুৎপাত,
বাঁচবে না কেউ কলুষতায়
হঠাৎ হবে বজ্রপাত!