অন্ধকারে একা হাঁটি,
পথ হারানো সেই রাতি।
তারাগুলো চোখে পড়ে,
মনে হয় আলোর ঘরে।
ঝড়ের বাতাসে ভেসে যাই,
কোনো আশা, কোনো ভয় নাই।
হৃদয়ের গভীরে জাগে,
একটি স্বপ্ন, একটি আগে।
বৃষ্টির ফোঁটায় ভিজে মন,
জীবনের গান শুনি ক্ষণে ক্ষণ।
অন্ধকারেও আলো আছে,
সেই আলোয় পথ পাই পাছে।