শামীম আহমেদ সাঁথিয়া (পাবনা) থেকে:
পাবনা সাঁথিয়ায় পূর্বশত্রুতার জেরে সন্ত্রাসী কায়দায় নৃসংসভাবে বাউল শিল্পি আব্দুল জব্বারের হাত ভেঙ্গে দেয়ার বিষয়টা ধামাচাপা দিতে নিজের ঘর নিজেই ভাংচুর করে লুটপাটের মিথ্যা নাটক সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে মিথ্যা মামলা করে হয়রানি করার প্রতিবাদ জানিয়েছে সাঁথিয়ার বাউল শিল্পিবৃন্দ। তারা কথিত শিল্পী পলাশ সরকার’কে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এ নিয়ে শনিবার (৮মার্চ) দুপুরে সাঁথিয়া ডায়াবেটিস হাসপাতালের সামনে উপজেলার বাউল শিল্পীবৃন্দের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংগ্রহনকারী সাঁথিয়ার বাউল শিল্পী সমাজ বলেন অনতিবিলম্বে কথিত শিল্পী মিথ্যা প্রতারক পলাশকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমানের আশ্বাসে তারা স্থান ত্যাগ করেন এবং হুমকি ধামকির বিষয়ে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দিতে বলেন।
অভিযোগে জানা গেছে, রোববার (২মার্চ) বিকেল ছয়টার দিকে বাউল শিল্পি আব্দুল জব্বার উপজেলার ধোপাদহ ইউনিয়নের ধোপাদহ বাজার থেকে ইফতারি কিনে বাড়ি ফেরার পথে আগে থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের প্রতিপক্ষ আব্দুস সালামের ছেলে পলাশ সরকার, মৃত জিন্দার আলীর ছেলে আব্দুস সালাম ও জাহিদুল ইসলাম তাকে লোহার রড, বাঁশের লাঠি দিয়ে ব্যাপক মারধর করে হাত ভেঙ্গে দেয়। এ সময় জব্বারের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা তাকে মেরে ফেলে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এলাকাবাসী বলেন, জব্বারের হাত ভেঙ্গে দেয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর পরই পলাশ নিজের বাড়িঘর নিজেই ভাঙ্গা শুরু করে এবং লুটপাটের মিথ্যা অভিযোগ দিয়ে থানায় মামলা দেয়। ঘটনাস্থলে গিয়ে সাঁথিয়া থানা পুলিশ তদন্ত করে বিষয়টির সত্যতা পায়।
এ বিষয়ে সাঁথিয়া থিয়েটারের সাধারণ সম্পাদক ও বন্ধন থিয়েটারের সভাপতি জাহাঙ্গীর আলম সেলিম বলেন, আমার শিল্পি সংস্কৃতি নিয়ে কাজ করি এ ধরণের ঘটনার আমাদের কাম্য না। আমরা এর সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোশিদের বিরুদ্ধে শাস্তি চাই।
সাংস্কৃতিক কর্মী আবুল কালাম মাস্টার জানান, একজন শিল্পি হয়ে কিভাবে একজন শিল্পির হাত ভেঙ্গে দেয় ? আমি এর তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠ তদন্ত করে দোষিদের বিচার নিশ্চিতের দাবী জানাই।
এ ব্যাপারে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান মানববন্ধন কারীদের আশ্বস্ত করেন ওএই ঘটনার সুষ্ঠ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান।