শামীম আহমেদ সাঁথিয়া (পাবনা)সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া পৌর শাখার উদ্যোগে গত শনিবার সাঁথিয়া সরকারি হাই স্কুল প্রাঙ্গণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সাঁথিয়া পৌর জাময়াতের আমির হাফেজ আব্দুল গফুরের সভাপতিত্বে এবং যুবনেতা নজরুল ইসলামের সঞ্চালনায় সাবেক আমিরে জামায়াত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর পুত্র ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন প্রধান বক্তা হিসাবে নিন্মুক্ত কথাগুলো বলেন,
আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ পানাহার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরত থাকলেই, আমাদের ধারনা তাহলেই হয়ত রোজা হয়ে যাবে। কিন্তুু আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে, সারাদিন না খেয়ে থাকতে পারে সে আল্লাহকে যদি সত্যিকার অর্থেই ভয় না করে কখনোই রোজা রাখা সম্ভব নয়। বিশ্বের মানুষকে হেদায়েত দেওয়ার জন্য এই নির্দেশনা সম্বলিত আল কোরআন মাহে রমজানের মাসে নাযিল হয়েছে। তোমাদের উপরে রোজা ফরজ করেছে যাতে করে পরহেজগারী অবলম্বন করতে পারি। মুসলমান আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না, যারা আল্লাহকে ভয় করে অন্য কাউকে ভয় করে না। যখন মানুষেরা কোরআন সংবিধান হিসেবে মেন নেবে আল কুরআন সমস্যার সমাধান দিয়ে দেবে কিন্তু সংবিধান আমরা কোরআনকে বানাতে চাই না। অথচ আমরা দ্বীন কায়েম করতে চাই।
কোরআন সংবিধান হিসেবে মেনে নিলেই কেবল পরিপূর্ণভাবে ইসলাম কায়েম করা সম্ভব।
যারা জুলুম করে অন্যায় করে আমাদের রাহাবাদের শহীদ করেছে তাদের বিচার এই দুনিয়াতে হবে ইনশাআল্লাহ। আমরা আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে এর জবাব দেবো। আমরা পরকালে আল্লাহতালা কাছে হাজির হয়ে বলতে পারবো ওগো আল্লাহ অন্যায় ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা জামাতের সেক্রেটারি মাওলানা আব্দুল গফফার খান।আরো বক্তব্য রাখেন সাথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামাতের আমির মাওলানা মোখলেছুর রহমান,সেক্রেটারি অধ্যাপক আনিসুর রহমান,সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক বোয়ালমারী কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু হানিফ, ড.কামরুজ্জামান বকুল, জামাত নেতা মোস্তফা কামাল মানিক।