মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী:
নীলফামারীতে ১০ই মার্চ রোজ সোমবার জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সকল কর্মি একত্রিত হয়ে জেলা মহিলা দলের সভাপতি তাসমিম ফৌজিয়া ওপেল এবং মহিলা দলের সাধারণ সম্পাদক নাছরিন আক্তারের উদ্যোগে,দেশ ব্যাপী নারীদের প্রতি সহিংসতা,নিপিড়ন নির্যাতন, ধর্ষণ এর প্রতিবাদে জেলা মহিলা দলের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে জেলা মহিলা দলের সভাপতি তাসমিন ফৌজিয়া ওপেল বলেন,সারা দেশে নারী ও শিশুদের প্রতি যে ধরনের সহিংসতা, নির্যাতন, ধর্ষণ এবং বিভিন্ন অনলাইনে নারীদেরকে হেনস্থা বেড়েই চলছে তা বিচারহীনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ।
আমরা চাই নারীদের প্রতি সকল প্রকার সহিংসতা নিপিড়নতা বন্ধ হোক এবং প্রতিটি নির্যাতনের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসরিন আক্তার বলেন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিচারপতির প্রতি আহ্বান ধর্ষক কে চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।
এছাড়াও মহিলা দলের সহ সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মহিলা দলের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।