মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন উদ্যোগে গত ৯ ও ১০ মার্চ মানবিক কাজের ধারাবাহিকতায় তিনটি মানবিক ও সমাজিক কাজ সম্পন্ন করা হয়েছে। প্রকল্প গুলি হচ্ছে যথাক্রমে–(০১)(৫০৮পর্বে) কলাউজান ইউনিয়ন ০৫ নাম্বার ওয়ার্ড পশ্চিম কলাউজান’এর হাসান আলী মিয়াজির পাড়ার বাসিন্দা জনাব মুহাম্মদ এনামুল হকের পুত্র বার আউলিয়া ডিগ্রী কলেজের মেধাবী শিক্ষার্থী দ্বাদশ শ্রেণিতে ভর্তি প্রত্যাশী মুহাম্মদ জোবাইর হোসেনকে সংগঠনের পক্ষ থেকে ভর্তির যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয় আলহামদুলিল্লাহ।(০২)(৫০৯পর্বে) আমিরাবাদ ইউনিয়ন ০৩ নাম্বার ওয়ার্ড মাষ্টার হাটের বাসিন্দা জনাব মুহাম্মদ আহমদুর রহমান এর অসুস্থ স্ত্রী মোছাম্মৎ মনোয়ারা বেগম’কে চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় আলহামদুলিল্লাহ।(০৩)(৫১০ পর্বে) আমিরাবাদ ইউনিয়ন ০১ নাম্বার ওয়ার্ড দর্জি পাড়ার বাসিন্দা জনাব মুহাম্মদ আবু তাহের স্ত্রী মোছাম্মৎ রোকসানা আক্তার’কে ঘর নির্মাণে দেড়বান ঢেউ টিন প্রদান করা হয় আলহামদুলিল্লাহ।তিনটি মানবিক কর্মসূচি বাস্তবায়ন করতে পেরে সংগঠনের প্রতিজন মানবিক যোদ্ধাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি।মহান রব মানবিক যোদ্ধাদের দানকে কবুল করুক আমীন ছুন্মা আমীন।কর্মসূচি বাস্তবায়ন করতে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মাহফুজুর রহমান সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল সাহেব,সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ফাহাদ চৌধুরী, গেস্ট অব অনার ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মির্জা ভাই সহ অন্যান্য নেতৃবৃন্দ।সংগঠনআশা করেন একটি বৈষম্যহীন লোহাগাড়া গড়তে সমাজের বিত্তবান লোকেরা সম্মিলিত প্রয়াসে মানবিক কাজে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ।