০১- ধর্ষণের প্রতিবাদ
চারিদিকে ছড়িয়ে পড়েছে,
ধর্ষণের হা- হা – কার।
গ্রাম গঞ্জ শহর- বন্দষ,
নাই কোনো তাঁর প্রতিকার?
দেখছে মানুষ শুনছে মানুষ,
নিষ্ঠুরতার বর্বরতা।
চেয়ে চেয়ে দেখছে মানুষ,
বইছে শুধু নিরবতা।
ধর্মনীতি সমাজনীতি শুনতে
কি পাও আজ মানবতা?
বাংলাদেশ হচ্ছে টা কি?
এই কি তার বাস্তবতা।
চারিদিকে বাড়ছে আরো,
খুন খারাপি রাহাজানি।
চুরি ডাকাতি মব জাস্টিক,
বাড়ছে আরও চাঁদাবাজি।
জাগো জাগো বীর বাঙালি,
ঘুমিয়ে আর থাকো না।
ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াও,,
যত নারী শিশু আমার মা।
০২- নারী’ ই আমার মা
নারি’ই আমার আদর সোহাগ,
নারি’ই আমার মা।
নারি’ ই ছাড়া ভালোবাসা আর,
কোথাও পাই না।
নারি’ ই জোগায় শক্তি সাহস,
নারি’ ই দেয় যে সেবা।
নারি’ ই ছাড়া এই সমাজে,
আর আছে তার কেবা?
রাষ্ট্র সমাজ সব জায়গাতেই,
নারির মেলে দেখা।
কোরআন পুরাণ সবখানেতে,
নারির কথা লেখা।
নারি ছাড়া চলবে না আজ,
সমাজ এবং দেশ।
নারীর কাছে আছে আরও,
সন্তানেরেই বেহেশত।
০৩- মায়ের আদেশ
মায়ের আদেশ মানলে পরে
জীবন বড় ধন্য হয়।
মায়ের আদেশ কভু কখনও
এতটুকু মিথ্যা নয়।
মা জননী যতো টুকু বলে,
ততো টুকু সত্য হয়।
মায়ের আদেশ সবখানেতে,
যথাযথ মানতে হয়।
মায়ের আদেশ মানবে যে জন
কোন কাজে বিফল নয়।
মায়ের আদেশ মানলে পরে,
সকল কাজে সফল হয়।