কলমেঃ শাম্মী তুলতুল
দাও খোদা বাড়িয়ে ঈমানের দৃষ্টি
রমজানের রোজা মুমিনের কৃষ্টি।
রহমতের পূর্ণ সকল পাপ হবে চূর্ণ -বিচূর্ণ
রমজানের ফলটা বেশ বেশ মিষ্টি।
রমজানের ডাকে সাড়া দেয়.
মুমিনের মনুষ্যত্ব.
পুরা মাস চলে ঈমানী যুদ্ধ।
নেকি পুণ্যের আমলে.
শয়তান হয়ে যায় ভয়াবহ ক্রুদ্ধ।
পাপমুক্ত জীবন গড়তে সরল সোজা
মহান আল্লাহ দিলেন ত্রিশ রোজা।
ত্রিশ রোজায় ত্রিশ ফরয
শোনেন হে পাপী বান্দা.
নেয়ামত পেতে বন্ধ করুন
সকল খারাপ ধান্দা।