মোহাম্মদ আব্বাস উদ্দিন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে অদ্য ১১মার্চ, মঙ্গলবার, উপজেলা প্রশাসন কর্তৃক চুনতি এবং আধুনগর বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ না করার দায়ে নুরুল আবছার -রাফিন স্টোর-২০০০০/- আধুনগর বাজার
নুরুল আহমেদ -সাদেক স্টোর-২০০০/- চুনতি বাজার
রিদুয়ানুল হক-মধুফুল স্টোর-২০০০/- চুনতি বাজার
এসময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা, পাইকারি ক্রয়ের রশিদ সংরক্ষণ করা ইত্যাদি বিষয় নিশ্চিত করবার জন্য
ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন লোহাগাড়া উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ ইনামুল হাছান।