সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে “রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে ধর্ম ও বিশ্বাসের স্বাধীনতা এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় চলমান সামাজীক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময়” সভা অনুষ্ঠিত হয়। ন্যাশনাল ফোরাম অন ফোর্ এন্ড হারমুনি সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মাওলানা নূর হোসাইন এর সভাপতিত্বে ও ইয়ূথ এ্যান্ডিং হাঙ্গার সুনামগঞ্জ জেলা ইউনিটের সাবেক সমন্বয়কারী তাজকিরা হক তাজিন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইয়ূথ এ্যান্ডিং হাঙ্গার সিলেট অঞ্চলের আঞ্চলিক সম্বয়কারী বর্ণা দাস। প্রকল্পে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্টের এফসি কুদরত পাশা।
অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কন্যাশিশু এডভোকেসি ফোরাম সুনামগঞ্জ জেলা সভাপতি সামিনা চৌধুরী রুবি, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান সেলিনা আবেদিন, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পালাশ, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিক সামিনা চৌধুরী মনি, সুনামগঞ্জ জেলা এবি পার্টির আহ্বায়ক জসিম উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, সুজন সু-শাসনের জন্য নাগরিক সুনামগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক নুরুল হাসান আতাহার, সুনামগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপের সমন্বয়কারী ফজলুল করিম সাঈদ, বিশ্বম্ভরপুর উপজেলা পিএফজির সমন্বয়কারী ফুল মালা, তৃতীয় লিঙ্গের প্রিয়াংকা।
বক্তব্য রাখেন, পিএফজি সদস্য মাসুম হেলাল, আমিনুল হক, কর্ণবাবু দাস, রীনা বেগম, লক্ষী রানী, ঈমাম মোয়াজ্জিন পরিষদের মাওলানা ফয়জুন্নুন ফয়েজ, সাংবাদিক দিলাল আহমদ, পল্লব ভট্টাচার্য প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্য়ীয় নেতৃবৃন্দ, যুব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, এই অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সমাজিক সম্প্রীতি ছড়ানো এবং প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দলের মতামত এবং করনীয় নিয়ে আলোচনা করা হয়। যার মাধ্যমে ভবিষ্যতে সুন্দর একটি সম্প্রীতির সমাজ প্রতিষ্ঠা করা এবং আরো বেশি সম্প্রীতির সুবাতাস ছড়িয়ে দেয়া সম্ভব হবে। তাঁরা সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হন যে তারাঁ ভবিষ্যতে সুনামগঞ্জে সকল ধরনের সহিংসতা প্রতিরোধে এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় যথাযথ ভাবে কাজ করে যাবেন। এর মাধ্যমে সমাজের প্রতিটি মানুষের মাঝে সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলে তারা মনে করেন।সুনামগঞ্জে “রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে অভিজ্ঞতা বিনিময়” সভা অনুষ্টিত হয়।