নিজস্ব প্রতিবেদক:
গতকাল হযরত এনায়েত শাহ (রহ:) আল্ চিশতি নিজামী আল্ বরিয়াবয়ী’র খানকা শরীফ, ঢাকার মোহাম্মদপুর আদাবর থানাধীন শেখের টেক নিজ বাড়িতে দয়াল বাবা এনায়েত শাহ্ (রহ:) এর ওফাত ওরশ মোবারক উপলক্ষে মিলাদ মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়।
পীরে কামেল হযরত এনায়েত শাহ, (রহ:) খেলাফত প্রাপ্ত বর্তমান গদিনশীন পীর ফারুক দেওয়ান চিশতি উক্ত মিলাদ মাহফিল ইফতার আয়োজন পরিচালনা করেন। উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠানে পীরে কামেল হযরত এনায়েত শাহ( রহ:) মুরিদান ভক্ত ও আশেকান উপস্থিত ছিলেন। এছাড়া পীর ফারুক দেওয়ান চিশতির মুরিদান ভক্ত এবং আশেকানগণ উপস্থিত ছিলেন।
উক্ত মিলাদ মাহফিল ও ইফতার অনুষ্ঠান যেন এক অনুনয় ভক্ত এবং ভক্তদের মিলনমেলার পরিবেশ বিরাজ করে। এখানে নবীন প্রবীণ ভক্ত আশেকানের যেন এক মিলনামেলায় পরিণত হয়।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, সর্ব জনাব অথই নূরুল আমিন, মোহাম্মদ হানিফ সাহেব, মোঃ কালাম সাহেব, মোঃ সফিক,মহিউদ্দিন, ওমর আলী,মোঃ লিটন কাবি কামাল, বাবলু প্রমূখ।