কলমে: ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
করেছো হজ্ব রেখেছো রোজা, পড়েছো নামাজ রোজ
আল্লাহ কোথায় বাস করেন, পেয়েছো কি আজও খোঁজ?
গোলাপ ফুলের ঝুড়ি, ফুল বইতে বইতে বুড়ি
পেয়েছো কি কভু সুঘ্রাণ তার, হয়েছো কি তার জুড়ি?
সারা জীবন সৈকতে ডুবালে, পেলে না ঝিনুকের হীরা
জীবন ভর বুনলে কাঁথা, দাওনি সূতায় গিরা!
ঝর্নার কলতান আজীবন শুনিলে, পেলে না তার উৎস
মানবতা মানবতা বলে হলে নেতা, গাইলে শুধু মানুষের কুৎসো!
আল্লাহর নূরে আলো হলে না যে মানব হৃদয় খানি
ধর্ম গেরুয়া পরিধান ধর্মের নামে চুরি, তাতো আমরা জানি,
তাঁকে যদি চিনতে মুসলমান, হতে না ধর্ষক খুনি
হতে তুমি নবীর পেয়ারা, হাছা তার হতে চোখের মণি!
মসজিদ মাদ্রাসা ভাড়া দিয়ে কবরস্থান, খাচ্ছ চাঁদা তুলে
এপার-ওপার বেহেশতে দোযখ, তোমার জায়গা নাই কোন কূলে!
লোক দেখানো নামাজ রোজা হজ্ব, যায়না আল্লাহ পাওয়া
দীনের প্রচার লোক দেখানো, দানের টাকা খাওয়া!
সিঁদকাটা চোর, ধর্মের নামে চুরি, একই বরাবর সাজা
পাইপাই করে হিসাব নিবেন, বসে আছেন আল্লাহ মহারাজা!