কলমে:- দেবিকা রানী হালদার।
শেষ হোলো মোর মালা গাথা
এলো না সে হায়,
মধুমতীর ঢেউ বয়ে যায়
আমার সারা গায়!
বিকেল গড়ায় সন্ধ্যা প্রায়
পরাই মালা কার বা গলায়,
রাত পোহালে শুকাবে ফুল
পথ হারায়ে করলো কি ভুল?
পোহায় যদি রাতের আধার
কে-বা আমায় করবে আদর,
বুঝলো না সে প্রণয় কদর
বাসলাম ভালো গাছের বাঁদর,
নির্ঘুম রাত পোহায় —-