কলমেঃ এইস এম রুহুল আমীন
মানুষের বানানো আইন দিয়ে
মুসলিম দেশ চালাবে কি করে?
খুন ধর্ষণ করার পরেও যেন
হুশ যে হয়না মোদের কেন?
মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে
জাহেলিয়াত কে যেন হার মানাবে
শরিয়া আইন কে পিছনে ফেলে
অপরাধ দমনে শত বার ব্যর্থ হবে
আজ হয়েছে আছিয়া ধর্ষণ
কাল হবে আফিয়া অপহরণ
চাইনা মোরা এই আইন
প্রয়োগ পালনে বেআইন
আওয়াজ হোক একসাথে
শরিয়া আইন করতে হবে
কুরআনই মোদের সংবিধান
বাড়বে দেশে দ্বীন ও মান।