রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন

কেমন আছো বাংলাদেশ? পর্ব – ৫

Coder Boss
  • Update Time : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ১৩ Time View

লেখকঃ দেবিকা রানী হালদার।

কেমন আছো হে তিরিশ লক্ষ শহীদের বাংলাদেশ তোমার নতুন স্বাধীনতায়? অতিবাহিত করলে গায়েহলুদ হাতে মেহেদি বেনারসি পেচিয়ে বছর উর্ধে! কি দিলে তোমার বাঙালি সন্তানদের কি’বা নিলে কেড়ে? অপরিনামদর্শী এক নির্বোধ শাসক কে তাড়া তেতো পেরেছো মার্কিন মদদপুষ্ট হয়ে, ২৯ থেকে ৫০ মিলিয়ন অর্থের জোয়ারে ভাসিয়ে কিন্তু কেমন রেখেছো আমাদের? কথা ছিলো দুধের নহর বয়ে যাবে রাজধানীর বুকে মধুর ঝর্ণা ‘আবে কাও সারের’ অমৃত সম জলধারা —-
কোথায় সে সব, বয়ে চলছে রক্তের স্রোত, আগুনের লেলিহান, ইতিহাস সংস্কৃতি পুড়িয়ে ধ্বংস! রাজশাহীর বরন্য যাদুঘর পোড়ালে বাঙালি ঐতিহ্য মুছতে, ৩২ নাম্বার ধানমন্ডি পোড়ালে মুজিব স্মৃতি মুছতে, সচিবালয় পোড়ালে নিজস্ব কৃতি ঢাকতে, গ্রাম শহর সব জায়গা শুধু হাহাকার, বাঁচাও চীৎকার ধ্বনি!

মাত্র গত দুই মাসে আপনাদের কৃতকর্মের একটু বর্ননায় তুলে ধরবো!
খুন/হত্যা —-৫২২ জন
ধর্ষন —- ৭৭৪ জন
মামলা ——–২৫ ০০০ টা
নারী নির্যাতন — ১৮৩৩ টা
পুলিশ আক্রান্তঃ ৫৮ জন
চুরিঃ ১৩২০টি

ডাকাতিঃ
গণপিটুনি বেড়েছে, মাদক মামলা কমেছে, অবাধ নেশার লাইসেন্স যেন!মিয়ানমার সীমান্ত খোলা বাংলাদেশ তো নেশার রাজধানী হবে, কে সরকার কে দেশ চালায় তা তো কেউ জানে না আমরা লেখক রা ছাড়া, ধমক খেলেই বুঝি ইনি সরকার! তথ্য —- যুগান্তর পত্রিকা।
সো কল্ড ধর্মীয় বিভেদ উস্কে শান্তি প্রিয় দেশ আজ অশান্ত! সংখ্যা লঘূ সংখ্যা গুরু একবছর আগে কোনদিন মাথায় আসে নাই! নিরাপত্তাহীনতায় ভোগে নাই কোন হিন্দু বৌদ্ধ খৃষ্টান পাহাড়ি!
কি উপহার দিয়েছেন তা একটু ফোকাস করতে চাই,
১. ইন্টারনেট সরবরাহ অর্ধক!
২. গ্যাসবিদ্যুৎ লোডশেডিং!
৩. অস্থির সেনানিবাস!
৪. অশান্ত দ্রব্য মূল্য!
৫. দেশের শিল্প খাত ধ্বংস!
৬. মেগা শিল্প নগরীর বিনিয়োগ দাতারা নিজদেশে ফেরত গেছেন ইজ্জত নিয়ে!
৭. গার্মেন্টস শিল্প কলকারখানা আজীবন ধ্বংস, বাজার গুলো ভারত ভিয়েতনাম চীন দখলে যা সম্পূর্ণ বাংলাদেশের দখলে ছিলো!
৮. বৈদেশিক রিজার্ভ ফান্ড এখন আর জনগণের সত্যি জানা কঠিন!
৯. আমদানি করেছেন বিশ্বের সন্ত্রাসী চাষবাসের আবাস ভুমি পাকিস্তান ও তার আইএসআই —
১০. বাংলার শিল্পী সাহিত্যিক কলামিস্ট সাংবাদিক কবি লেখক জীবন হাতে নিয়ে দু কলম লিখছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে কোরবানি করছে জীবন! রাজনৈতিক তকমা ধারীরা রিহার্সাল দিচ্ছে যদি কেউ এনে ক্ষমতায় বসায় দেয় তখন কার আগে কে যেয়ে কি বলবে!

ভালো থাকেন বাংলার জনগণ। বেঁচে থাকলে আবার দেখা হবে এই অনিশ্চিত মৃত্যু উপত্যকায়!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102