চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
সাতকানিয়া লোহাগাড়ার মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য,সাবেক সংসদীয় হুইপ, চট্টগ্রাম মহানগরীর সম্মানিত আমিরে জামাত প্রিয় রাহবার মজলুম জননেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরীর, সাথে লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরবের সম্মানিত সভাপতি লোহাগাড়া উপজেলা পশ্চিম কলাউজানের কৃতি সন্তান অন্যায়ের বিরুদ্ধে লড়াই সৈনিক লোকমান হাকিম ভাইয়ের সৌজন্যে সাক্ষাৎ হয়,পবিত্র ওমরাহ হজ্জ পালন করার জন্য পবিত্র নগরী মক্কায় এসেছেন প্রিয় রাহবার।
এই সময় উপস্থিত ছিলেন, মজলুম জননেতা শাহজাহান চৌধুরীর এপি এস, সাবেক ছাত্র নেতা আরমান।
লোহাগাড়া উপজেলা আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির, সাধারণ সম্পাদক বিশিষ্ট কলম সৈনিক শেখ মুহাম্মদ মোজাম্মেল হোছাইন। শেখ আব্দুল আজিজ, পবিত্র নগরী মক্কায় প্রাবাসীদের প্রিয় জন কক্সবাজারের কৃতি সন্তান ডাঃ এম এ মান্নান, চুনতির কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা কাজী রাসেল,