কলমেঃ মুবাশ্বেরা করিম অনন্যা
হৃদয় কে ক্ষত করে দেয়া সৌন্দর্য নিয়ে সন্ধ্যা নামল। সেই ক্ষত অজানা কৌতূহলের ডাল পালা মেলে ধরল মনের গহীনে। মাগরিবের নামাযের পর
জীবনের ভাবনা ভাবতে ভাবতে এক পলক জানালার দিকে দেখল লাবিবা প্রায় অন্ধকার।
প্রতিদিনের মত অঙ্ক করতে বসল এরপর। অন্তর্মুখী লাবিবার জগৎ বলতে ছিল অঙ্কের খাতা আর সন্ধ্যার আকাশ। সন্ধ্যা নতুন কিছু শুরুর ইঙ্গিত ও একই সাথে জীবনের আর এক অধ্যায় শেষের ইঙ্গিত। সেই চিরপরিচিত ঘরের জানালা ছেড়ে স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে একদিন অচেনা বিশ্ববিদ্যালয়ের হলের জানালা ধরে সন্ধ্যা দেখা শুরু হল লাবিবার।
আকাশকে যেন ও প্রতিদিনই নতুন করে দেখে। শান্ত স্বভাবের লাবিবার বাহিরে কখনো সেভাবে যাওয়া হয়নি প্রয়োজন ছাড়া। তাই সন্ধ্যার আকাশেই যেন পুরো বিশ্বকে দেখতে পায়। পৃথিবীর সব সৌন্দর্য যেন পুঞ্জীভূত হয় এই আকাশে, এই সন্ধ্যায়।
এভাবে অনেক দিন পর
আবারও সন্ধ্যার আকাশে কৌতূহলী দৃষ্টিতে চেয়ে আছে সে। কিন্তু আজ তার পরিচয় আস্ট্রোনমি রিসার্চ সাইন্টিস্ট লাবিবা। এখন সে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে সেই সন্ধ্যার আকাশ শুধু দেখেই যায়না,গবেষণাও করে।