কলমে: মোহাম্মদ হাফিজুল ইসলাম
উড়ছে পাখি গাইছে গান
চলে আসলো মাহে রমজান,
ওরে বন্ধু মুসলমান
পড়তে থাকো আল কুরআনের।
বছর ঘুরে আবার এলো
পবিত্র সেই রমজান,
রবের কাছে ক্ষমা চেয়ে
গুণাহ মুক্ত হবে প্রাণ।
শপথ নিলাম আজকে সবাই
রাখবো সকল রোজা,
মিথ্যা কথা বলবো না আর
কমবে পাপের বোঝা।
রমজান এলে যায় চলে
সব ভেদাভেদ দ্বন্দ্ব,
নেক আমল দিয়ে জীবন সাজাও
পাপের দরজা বন্ধ।