কাকে নিয়ে লিখবো?
মানুষ,পৃথিবী নাকি
নিয়মতান্ত্রিক ভালোবাসা কথা
কিছু লিখতে বসলেই
মস্তিষ্কের নিকট পাটাতনে জেঁকে বসে
ধর্ষিতা নারীর কণ্ঠ ছেঁড়া আকুতি!
জাগো,জাগো,জেগে ওঠো তরী
সন্ধ্যার আকাশ যেনো
কার্বনের করাল গ্রাসে ভারী!
যে আগুন জ্বলছে দ্রোহে
আপন মায়ের কোলে
সে আগুন নিভবেনা আর
জীবন কালের জ্বলে!
জাগো,জাগো,জেগো ওঠো তরী
সকালের আকাশে ভাসে
রক্ত মাখা শরীরের খনি!
সব কিছু ভুলে যেয়ে যখনি
ভালোবাসার কথা লিখবো ভাবি
তখনি দেখি,
ভালোবাসা পথ হারিয়ে আজ এক
দিগন্তের অতিথি!
যে আগুন জ্বলছে দ্রোহে
আপন আপন ঘরে
সে আগুন নিভবেনা আর
নীল সাগরের জ্বলে!
জাগো,জাগো জেগে ওঠো তরী
তুমি জাগলেই প্রাণ পাবে
জলমগ্ন ঘুমন্ত পৃথিবী।