কলমেঃ বুলবুল আহমেদ
হ্যালো হ্যালো টেলিফোনে
দাও না একটা কল।
তোমার মধুর কন্ঠ শুনে
বুকে বাড়ে বল।
তোমার কলে হৃদয় জুড়ে
উঠে যত ঢেউ,
তুমি ছাড়া এই জীবনে
নাই তো আর কেউ।
তোমার রূপে মুগ্ধ আমি
নয়ন জুড়ে মায়া,
সর্ব অঙ্গে ঢেউ তুলে
ঢাকে তোমার ছায়া।
উর্বশী ছলাৎ ছলাৎ
কোথায় তোমার বাড়ি,
পঙ্খিরাজ ঘোড়ায় চেপে
আনবো তোমায় নারী ।
ঝর্ণা ধারার কলতানে
নূপুর যুগল পা,
সাত সাগরের ঢেউয়ে জাগে
তোমার কোমল গা।
হ্যালো হ্যালো টেলিফোনে
দাওনা একটা কল,
তোমার মধুর কন্ঠ শুনে
বুকে বাড়ে বল।