কলমেঃ মামুন আব্দুল্লাহ
ললিত একহৃদয় সদা হয়ে থাকে রুক্ষতার বেশে; সকলকে বকাঝকা করে ব্যথিত হয় যে পরিশেষে। জমাট বাঁধা কষ্টগুলো নিজের মাঝে চেপে রেখে; প্রশান্তি মেলে তার অন্যের আমোদ-প্রমোদ দেখে।
বিঘ্ন অবস্থায় যার দেখা মেলে পাশে;
ক্লেশিত হওয়া শর্তে ও সে প্রাণখুলে হাসে।
শত আয়াসের পরে-ও যে হয়না ক্লান্ত;
বার বার মরে-ও সে হয়ে থাকে জ্যান্ত।
স্বার্থপর এই দুনিয়ায় কে এই হাবা?
আর কেউ নয় সে এক বীর সৈনিক বাবা!
সকলের প্রয়োজনে সদা মেলে রাখো দুটো হাত;
না জানি দুঃচিন্তায় কেটেছে তোমার কতশত রাত। তোমায় না বুঝে উদাসীনতায় দিনগুলো গেল চলে; বাবা! আমি যে তোমার বড়ই বেখাপ্পা ছেলে। কতো চাওয়া হলো যে কথাটি আজো বলা হল না;
এবার সেটি আর একমনে লুকোতে পারলাম না। অপারগ হয়ে আজ বলেই ফেললাম অবশেষে;
আমার আস্তাকুড় হৃদয়টা যে তোমায় বড্ড ভালোবাসে।
শিক্ষার্থীঃ জামিয়াতুন নূর আল কাসেমিয়া উত্তরা,ঢাকা।