সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালগঞ্জ উপজেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭মার্চ) জামায়াতে ইসলামী জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে শিল্পকলা মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মো: হাবিবুর রহমান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আবু নাবিল’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ আসনে জাময়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা আমীর উপাধ্যক্ষ মাও: তোফায়েল আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো: আব্দুল্লাহ, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা জামায়াতের অফিস সম্পাদক নূরুল ইসলাম, মজলিসে শুরা সদস্য ও ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান ,জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: আব্দুর রব, উপজেলা নায়েবে আমীর মো: ফখরুল আলম চৌধুরী, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লুৎফুর রহমান, জামালগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি মো: হাবিবুর রহমান, সাচনা বাজার ইউনিয়ন সভাপতি মো: আতিকুল হক, ভীমখালী ইউনিয়ন সভাপতি হাফেজ সাইফুল ইসলাম, ফেনারবাঁক ইউনিয়ন সভাপতি মো: মোশায়েল আহমদ, বেহেলী ইউনিয়ন পূর্ব সভাপতি ইসমাঈল, বেহেলী ইউনিয়ন পশ্চিম সভাপতি মো: আমিনুল ইসলাম, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন সভাপতি মাওলানা নূরুল হক, উপজেলা ছাত্র শিবির সভাপতি মো: সহিবুর রহমান, সাধারণ সম্পাদক আ.স.ম ওবায়দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদিকুর রহমান (জনি),সাচনা বাজার ইউনিয়ন সেক্রেটারি মো: লুৎফুর রহমান, ভীমখালী ইউনিয়ন সেক্রেটারি আহসান হাবিব, ফেনারবাঁক ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আ: সালাম, বেহেলী ইউনিয়ন পূর্ব সেক্রেটারি মো: জাহিদুর রহমান, পশ্চিম সেক্রেটারি মো: মাফিকুল ইসলাম, জামালগঞ্জ উত্তর ইউপি সেক্রেটারি মো: আ: হান্নান প্রমূখ।