লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
সখ করে এই মার্চ মাসে দেশের সংখ্যা গরিষ্ঠ দলের নেতা মুজিব কে ক্ষমতা না দিয়ে স্বাধীনতা ঘোষণার দিকে ঢেলে দিলেন সামরিক জান্তা ইয়াহিয়া ও তার বিদেশ মন্ত্রী ভুট্টো সাহেব! পাকিস্তান যেন আলোচনা সমজতা বোঝেই না!
হারালো পূর্ব পাকিস্তান, অথচ অখণ্ড পাকিস্তান থাকতে পারতো আজ-ও! মানব চরিত্র জটিল, হয়তো মুজিব বছর যেতেই জনসমর্থন হারাতেন!
বেলুচ লিবারেশন আর্মির ট্রেন হাইজ্যাক গোয়ার্তমি করেই শেষ করলো, বেছে নিলো হার্ড লাইন, জীবন গেলো জিম্মি প্রায় ৬০/৭০ জনের! তাতে ধার্মিক রাষ্ট্র পাকিস্তানের কিবা আসে যায়? শর্ত তাদের সামান্যই ছিলো! বিনা রক্তপাতে মীমাংসা করা সম্ভব ছিলো কিন্তু ঐ যে “আমাদের পরমাণু বোমা আছে না?”
মাত্র কয়েকদিন আগে পাকিস্তান এয়ার এ্যাটাক চালায় আফগানিস্তান সীমান্তে, কতগুলো জীবন ঝরে যায়! আফগানিস্তান বলেছে “Nothing should go without challenge! ” কেন এ হামলা সে অনেক কথা! দুই ভাগ তালেবান, ‘আফগান তালেবান’ এখন আফগানিস্তান ক্ষমতায়, একটা ছোট্ট অংশ একই জাত ভাই তালেবান, পাকিস্তান পুষতো (Tehrique Talebane Pak) . এ গ্রুপ এখন পাকিস্তান শত্রু তাই তাদের বিনাশ চান পাক সেনা সমর্থক সরকার! তাদের পৃষ্ঠপোষক এখন আফগানিস্তান সরকার! পাক সেনা ঘাটি আক্রমণ নাশকতা চালিয়ে আফগান সীমান্ত কাছে ঢুকে যায়! এতটুকু জানুন কলেবর বৃদ্ধি করতে চাই না! পাকিস্তান একাধারে বিশ্বের লাল তালিকা ভুক্ত সন্ত্রাসী রাস্ট্র, মার্কিন কানাডা তালিকায় ও Red চিহ্নিত! গোটা ৩১ সম্ভবত সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তান লালন-পালন করে! কেউ অভ্যান্তীরীন সন্ত্রাসী তো অন্য টা আন্তর্জাতিক ট্রেরোরিস্ট! এত গেলো আমাদের ভাইজান দের আফগান সম্পর্কের কথা, আসুন কোন কোন প্রদেশ তাদের বিরুদ্ধে মুক্তি যুদ্ধে লিপ্ত!
বেলুচিস্তানে ৮০ ধরনের খনিজ আছে, সোনা রূপা তাম্র তেল-গ্যাস সহ! বেলুচিস্তানের লোকেরা গ্যাস পায় না, তেল-গ্যাস পাইপলাইন দিয়ে পিন্ডি করাচি নিয়ে যায়, প্রয়োজনে বিক্রি করে অথচ পাকিস্তানের সমস্ত স্হলের ৪০% জমি নেলুচদের, তারা অভুক্ত, অশিক্ষিত, ৭০% লোক দরিদ্র সীমার নীচে, নিরক্ষর ৭১% মিন্তি কামলা লেবার দিয়ে অভুক্ত জীবন কাটায়!
“সিন্ধু ও খাইবার পাক তুন” প্রদেশ ও পাকিস্তান কেন্দ্রীয় নিয়ন্ত্রণের বাইরে। হত্যা গুম রাজপথে গুলি, থানা, সেনা ঘাটি অস্হির! বেলুচিস্তানের মত চাকুরী শিক্ষায় বঞ্চনার শিকার। এ দুই প্রদেশে ও অস্ত্র ধরেছে ইয়ং গ্রুপ! ধর্মের বানী এখন আর তাদের থামিয়ে রাখতে পারছে না! মোট চারটা প্রদেশের তিনটায় মুক্তি সংগ্রাম চলছে! হারাধনের চারটি ছেলে বাকী মাত্র “পাঞ্জাব”! তারাই বোতল থেকে মদ ঢেলে মগে খায় (তথ্য – মেজর নাসিরের লেখা বই) আয়েশে জীবন কাটায়, পাকিস্তান মানে পাঞ্জাব বাকী সব আজাব!
সিন্ধু প্রদেশের শাসক যখন আসছে ক্ষমতায় তাকে জীবন দিতে হয়েছে! উল্লেখ্য, ভূট্টো, তার কন্যা বেনজির ভুট্টো কে হত্যা করা হয়েছে! ভুট্টোর “কাসুরী হত্যা” বিচারে আদালত রায়ের আগেই সামরিক জান্তা জিয়াউল হক বলেছিলেন, ” I must hang that Bustard ! এ মামলা ছিলো বাংলাদেশের “জজ মিয়া নাটক”! “জেনারেল জিয়াউল হক বিমান ক্রাশে আকাশেই ছাই হয়ে উড়ে পাপের প্রায়শ্চিত্ত করেছেন! উপহার নেয়া আমের ঝুড়িতে টাইম বোম পেতে দিয়েছিলো! এ হত্যায় আমার একটা কষ্ট বোধ আছে! ১৯৭১ সালের ইয়াহিয়া খানের পূর্ব পাকিস্তান প্রেস সেক্রেটারি ” Withness to surrender” বই লেখক সাংবাদিক মেজর সিদ্দিক সালিক ততক্ষণ মেজর জেনারেল এবং জিয়াউল হকের প্রেস সেক্রেটারি, ঐ বিমানে ছিলেন! তিনি ৭ ই মার্চ রেসকোর্স ময়দানে ঘাসের উপর বসে রিপোর্টিং করেছিলেন ইয়াহিয়ার কাছে, তার কলম থেকে জানা, ১০ লাখের উপরে মানুষ হয়েছিলো রেসকোর্সে এবং সেনানিবাসে কি পরিকল্পনা ছিলো? তিনিই লিখেছেন,”মুজিব ১০ লক্ষ লোক সেনানিবাস মুখী আক্রমণে লাগান নাই বরং তার চাতুর্য পূর্ণ ভাষনে উত্তাল মারমুখী জনতা ফিরে গেছিলো যেন কোন মন্দির মসজিদ বা গীর্জা থেকে নেতার ধর্ম বানী শুনে বাড়ীতে ফিরছেন! ”
১৯৭১ সালে হারানো পূর্বপাকিস্তান (বাংলাদেশ) কে পুনরুদ্ধারের স্বপ্নে বিভোর আমাদের পিতৃ পুরুষ দেশ পাকিস্তান! তাদের I S I অত্যান্ত তৎপর
বাংলাদেশ কে পুনরুদ্ধারে! বাংলাদেশে তেমন ভাববার যথেষ্ট কারন তারা পায়! এ বাংলায় যেমন শেরেবাংলা সুভাষ সোহরাওয়ার্দী ভাসানী তর্কবাগীশ মুজিব রবীন্দ্রনাথ নজরুল ইসমাইল হোসেন সিরাজী তারাশঙ্কর বঙ্কিম শরৎ আলাওল মীর মোশারফ সূর্য সেন ক্ষুদিরাম প্রীতিলতা নন্দকুমার জন্ম নিয়েছেন তেমনি বাংলা মায়ের গর্ভে বিশ্বের সবচেয়ে বড় বেঈমান বিশ্বাসঘাতকের মত জীব ও জন্ম নিয়েছে! নিশ্চয়ই বিশ্বের সে-সব কুখ্যাত বেঈমানের নাম জানেন সবাই!
এফিয়েলটস, মিং ট্যাং হুঙ, জুডাস, জুলিয়াস, ইথেল, মীরজাফর, মীর সাদিক, ব্রুটস এদের সম বেঈমান আপনারা নিজ দেশে দেখেছেন স্বাধীনতার পর থেকে আজ অবধি!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।