কলমেঃ রওশন রোজী
হাজার বছর ধরে খুঁজি তোমায়
তুমি কি সত্যিই মন বিহঙ্গ
খুব জানতে ইচ্ছে করে
তোমার মতো করে উড়তে মন চায়
স্নিগ্ধ হাওয়ায় দু-হাত ধরে।
আকাশের বিশালতার মাঝে খুঁজি
কোথায় পাবো মন বিহঙ্গ
মনের ভাবনায় তোমার বিচরণ সার্বক্ষণিক
তুমি নিঃসঙ্গ রাতের খেলার সাথী।
জ্যোৎস্না আলোয় তোমায় খুঁজি
চাঁদের হাসিতে হেসে উঠো তুমি
আলো ছায়ায় খেলার মাঝে তোমায় দেখি
তুমি আমার অসম্পূর্ণ গানের কলি।
মন বিহঙ্গ তুমি আমার গোলাপের পাপড়ি
চোখ মেলে তাকায় যখন
মনে হয় তুমিই হেসে উঠেছো সূর্য্যের আলোয়
শুধু অপেক্ষায় কাটে সারাদিন।
কখন পাবো দেখা মনের উঠোনে
ঝড়ের তান্ডব থামবে কি?
তোমার স্নিগ্ধ ছোঁয়ায়
না মিথ্যা জাল বুনে যাবো তোমায় নিয়ে
মনবিহঙ্গ।