কলমেঃ মোঃ হাসান মাহমুদ (হাসান)
নীনাওয়া নামে ছিল জনপদ
মানুষের মাঝে তথা নানারকম মত,
কওম তার যায় যে বিপথে
ইউনুস নবী ডাকেন তওহিদের সুপথে।
মন কষ্টে নবী তাদের ছাড়িল যখন
আল্লাহর আযাব আসিছে তখন,
বিপদ দেখে সব লোকেতে
তওবা করে তারা খাঁটি দিলেতে।
মাবুদ মাওলা গাফ্ফারুর রাহিম
ক্ষমা করেন আল-কারিম,
বিপদ হইতে তারা পায় পরিত্রাণ
ফিরে আসে জাতির ঈমান।
নবী তখন হিজরতে
জাহাজে সাগর পার হতে,
সাগরে মাঝে পারিল ঝড়ে
নবী পরীক্ষাতে পড়ে।
সাগরেতে ফেলে দিলে
তিমি মাছ নেয় গিলে,
মাছের পেটে অন্ধকারে
কাঁদেন তিনি খোদার ধারে।
“তুমি ছাড়া নেই কেহ আর
পবিত্রতা শুধু তোমার,
ভুল যত সব আমার
মাবুদ চাই ক্ষমা তোমার।”
নবীর দোয়ায় মাবুদ তুষ্ট হলেন
আধার থেকে তরে মুক্তি দিলেন,
ক্ষমা করে তাঁরে,ভিড়াইলেন পাড়ে
কাওমের কাছে আসিলেন ফিরে।
শোন, মুমিন! বিপদে পড়িবে যখন
দোয়ায়ে ইউনুস পড়ো তখন,
মাবুদ আল্লাহ করবেন পরিত্রাণ
আল্লাহতায়ালা সবচেয়ে মহান।