রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে, উপজেলার জালালপুর ইউনিয়নে গরিব -দুঃখী ও অসহায় ৪৫৫৭টিপরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়েছে।
১৭ই মার্চ সোমবার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা লিটন চন্দ্র পাল সহ ইউনিয়ন পরিষদের মেম্বার এবং গ্রাম পুলিশগন। এই উপলক্ষে জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল আলম রফিক বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জালালপুর ইউনিয়নের সর্বমোট ৪৫৯৭ জন গরিব- দুঃখী ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ শুরু করা হয়েছে। ধারাবাহিকভাবে তিন দিনের এই চাল বিতরনের প্রথম দিন ১,২,৩ নংওয়ার্ড, দ্বিতীয় দিন ৪,৫,৬নং ওয়ার্ড এবং তৃতীয় দিন ৭, ৮, ৯ নংওয়ার্ডের উল্লেখিত পরিবারদের মাঝে পরিবার পিছু ১০ কেজি করে চাল বিতরন করা শুরু হয়েছে। তবে আজ ১৮ই মার্চ এ ব্যাপারে জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল আলম রফিক বলেন আজকেই এই ভিজিএফের চাল বিতরণের কার্যক্রম শেষ করা হবে বলে জানান।