সুরঞ্জন তালুকদার, বিশেষ প্রতিনিধি:
বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বিশরপাশা শ্রী শ্রী হরি মন্দির অঙ্গনে চলছে ৩২প্রহর ব্যাপী হরিনাম সংকীর্ত্তন।
শুভ ৫ম দোল উপলক্ষে ৬ই চৈত্র বৃহস্পতিবার অরুনোধয় হইতে ৯ই চৈত্র রবিবার পর্যন্ত চলবে ৩২প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সকলকে হরিনাম সংকীর্ত্তন শ্রবণ করার জন্য মন্দির কমিটি আমন্ত্রণ জানিয়েছেন ।নাম সুধা পরিবেশনায় থাকবে শ্রী শ্রী নিত্যানন্দ সম্প্রদায় (পঞ্চগড়), শ্রী শ্রী অমৃত বাণী সম্প্রদায় (নেত্রকোনা), শ্রী শ্রী নব রত্ম সম্প্রদায় (সাতক্ষীরা),শ্রী শ্রী আনন্দময়ী সম্প্রদায় (সাতক্ষীরা), শ্রী শ্রী ব্রজের কানাই সম্প্রদায়(নেত্রকোনা), শ্রী শ্রী হরিনাম প্রচার সংঘ(বিশরপাশা)।
কলমাকান্দা উপজেলা বিশরপাশা গ্ৰামের বাসিন্দা কবি ও লেখক বিপ্লব সাহা বলেন, বিশ্বশান্তি ও মানবতার কল্যাণে
আয়োজিত এ ৩২ প্রহর ব্যাপী ধর্মীয় উৎসবে সকলের উৎসাহ উদ্দীপনায় শুরু হয়েছে,এতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমাগম ঘটে। এ উৎসব ঘিরে মানুষে মানুষে মেলবন্ধন, ভ্রাতৃত্ববোধ সম্প্রীতির বন্ধন ঘটে।
সাধারণ সম্পাদক রতিলাল সাহা বলেন, হাওর অধ্যুষিত কলমাকান্দা ঐতিহ্যবাহী এই ধর্মীয় উৎসব এটি প্রাণের উৎসব,৪দিনব্যাপী প্রতিদিন সহস্রাধিক ভক্ত দর্শণার্থীদের সমগম ঘটে।
শেষের তিনদিন মহাপ্রসাদ বিতরণ করা হয়।
মন্দির কমিটির সভাপতি অঞ্জন সাহা বলেন, কলমাকান্দা উপজেলার সনাতনী ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব এটি। প্রতিবছর নির্দিষ্ট তিথিতে
এ মহোৎসব অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বৃহত্তম এ উৎসব সুষ্ঠুভাবে সমাপনের নিমিত্তে মন্দির কমিটি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
কলমাকান্দা সদর ইউনিয়নের ০১নং ওয়ার্ড যুবদলের সভাপতি নিজাম উদ্দিন বলেন ধর্ম যার যার, উৎসব সবার এই প্রতিপাদ্য কে সামনে রেখে ঐতিহ্যবাহী বিশরপাশা গ্ৰামের ৪২তম মহোৎসবে ৩২প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান ২০২৫ সৌহার্দ্য সম্প্রতির মহা মিলন ঘটে, আমি অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করি।