সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা পরিহার করে এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহবানে সুনামগঞ্জ সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির উদ্যোগে “সম্প্রীতি প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১মার্চ ২০২৫) বিকেলে শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পিএফজির এ্যাম্বাসেডর মাহবুবুল হাসান শাহীন এর সভাপতিত্বে ও নারী শাহীনা চৌধুরী রুবির সঞ্চালনায়, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীল মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, বাংয়লাদেশ জাসদ এর কেন্দ্রীয় কমিটির খাদ্য ও কৃষি বিষয়ক সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশ, ন্যাশনাল ফোরাম অন ফোর্ এন্ড হারমুনি সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বয়ক মাওলানা নূর হোসাইন, সার্বজনীয় কেন্দ্রীয় দুর্গাবাড়ীর সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী, মুফতি মুনাশ্বির আলী, জেলা সুজনের সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান আতাহের।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন হাফেজ মাওলানা আব্দুল হামিদ, গীতা পাঠ করেন অর্পিতা তালুকদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্টের কুদরত পাশা।
বক্তব্য রাখেন, পিএফজির সদস্য সেলিনা আবেদিন, সাইমনা চৌধুরী মনি, মছিহুর রহমান রাসেল, তৃষ্ণা আক্তার, কর্ণবাবু দাস, মাওলানা ফয়জুর রহমান ফয়েজ, ধর্মীয় নেতা মাওলানা হারিছ উল্লাহ, ইউনুছ আলী, পল্লব ভট্টাচার্য্য, তাপস ভট্টাচার্য্য, সুনামগঞ্জ সাহিত্য সংসদ এর ভারপ্রাপ্ত সভাপতি সাজাউর রহমান, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন, দলিত সম্প্রদায়ের মুকুল ঋষি, বেদে সম্প্রদায়ের মৌসুমী আক্তার, হিজড়া সম্প্রদারেয়র প্রিয়াংকা, সাংকাদিক দিলাল আহমদ, মনোয়ার চৌধুরী, সুশীল সমাজের ওবায়দুল হক মুন্সী, আমিরুল, সুলাইমান আহমদ, জনপ্রতিনিধি মাইদুল ইসলাম খান মামুন, ইয়থের আলী ইমরান রুমী দাস, অনন্যা তালুকদার তুর্য দাস, বিশ্বজন স্বেচ্ছাসেবী সংগঠন এর বাকী বিল্লাহ, রনদয় সরকার, ইয়থ এ্যান্ডিং হাঙ্গার এর লক্ষী রানী দাস, সুনামগঞ্জ সরকারী কলেচ এর ছাত্র সুজয় কান্তি দাস, লুৎফুজ্জামান রানা, ওবায়দুল হক প্রমূখ।
বক্তারা বলেন, দেশের এ মুহুর্তে সম্প্রীতির বিকল্প নেই। সুনামগঞ্জ পিএফজির এমন একটি আয়োজন করার জন্য ধন্যবাদ। তারা বলেন, সুনামগঞ্জ সম্প্রদায়িক সম্প্রীতি আমাদের শতবছরের ঐতিহ্য কিন্তু মাঝে মধ্যে কিছু অনাঙ্খিত ঘটনা আমদের মাঝে চন্দপতন ঘটায় আশা করি সুনামগঞ্জ পিএফজির এমন আয়োজন আমাদের সম্প্রীতি বজায় রাখতে সহায়ক হবে। আমার এমন আয়োজন বেশী বেশী করার আহ্বান জানাই।