কলমে: মোঃ আব্দুল রহমান
ফিরে দেখো একবার!
কতদিন এসেছি সেই পথ বেয়ে বারবার,
কতই না স্মৃতি রয়েছে গাঁথা ঐ পথে,
যখন তুমি হাতটি রেখেছিলে আমার হাতে,
একসাথে ছিল দুটি মন,
যেথায় যখন মিলিত দু-নয়ন,
কত ছবিই না ভেসে ওঠে আনমনে অকারণে,
একবার চেয়ে দেখো সেই স্মৃতি ক্ষণে ক্ষণে!
কত কথা হত হৃদয়ও পানে,
ভেসে ওঠে সে সব আজ শূন্য মনে,
সারি সারি গাছগুলো চেয়ে চেয়ে ছিল,
কালো ঐ মেঘলা আকাশ কতই না কাঁদল,
কাঁপা কাঁপা হৃদয়ে মধুর ছোঁয়া ভাসিয়ে,
কতই না কথা হয়েছিল কোমল হাসি দিয়ে,
শস্যের মাঠগুলি উঁকি দিয়ে এঁকেছিল,
সহসা বাতাস উষ্ণ শ্বাসে হৃদয়ে বয়ে গেল,
আহা, কি মধুর ভালোবাসার আলোড়ন জাগিয়ে মনে,
সেই স্মৃতি আজও ভাসে নয়নের কোণে কোণে,
ডাক দেয় সেই অবারিত মাঠ, ঘাট, পাখিরা,
আজ লাগে সবে যেন শুষ্ক, দিশেহারা!
একটিবার চেয়ে দেখো প্রিয়,
তুমি আমার পরাণে ছিলে ধরণীর শ্রেয়,
হায়! ফিরে দেখো শুধু একবার,
সত্যি বলছি, তুমিও পাবে সেই অনুভূতি আবার!